০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে হাজির স্যামসাং

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০২:৪৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 2

গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং-ফাইল ফটো

অ্যাপলকে টেক্কা দিতে পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং ইলেকট্রনিকস। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সমৃদ্ধ এই ফোনের লক্ষ্য প্রিমিয়াম বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এই ফোনের ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং এর পুরুত্ব মাত্র ৫ দশমিক ৮ মিলিমিটার। ফোনটি যতই পাতলা হোক, পারফরমেন্সে যেন কোনো কমতি না থাকে সে জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট।

ডিভাইসটিতে স্যামসাংয়ের সর্বশেষ এআই ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষ করে মাল্টিমোডাল এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরা ও ভয়েস দিয়ে রিয়েলটাইমে ফোনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন।

স্যামসাং জানায়, ব্যবহারকারীদের চাহিদা ছিল পরিপূর্ণ পারফরম্যান্স বজায় রেখেই আরও হালকা ও বহনযোগ্য স্মার্টফোন। সেই চাহিদার প্রতি সাড়া দিতেই ফোনের সার্কিট বোর্ড ও থার্মাল সিস্টেমে কাঠামোগত পরিবর্তন এনে ডিভাইসটি চিকন করা হয়েছে।

পারফরম্যান্সের ঘাটতি ও অতিরিক্ত গরম হওয়ারর শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুন সুং-হুন। তিনি বলেন, পাতলা ডিজাইনের সঙ্গে পারফরম্যান্স বা গরম হওয়ার ভয় দুটোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা নতুন প্রযুক্তির পাতলা ভেপার চেম্বার তৈরি করেছি যা ফোনটিকে ঠান্ডা রাখতে সক্ষম।

বিশ্লেষকেরা বলছেন, পাতলা–চিকন আইফোনের সম্ভাব্য আগমনের আগেই বাজারে ফোনটি এনে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল অবলম্বন করেছে স্যামসাং।

স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ২৩ মে এবং যুক্তরাষ্ট্রে ৩০ মে ফোনটি বিক্রি শুরু হবে। তবে আজ থেকেই দুই দেশে ফোনটির প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। এরপর চীনসহ প্রায় ৩০টি দেশে এটি বাজারজাত করা হবে।

দাম : এস২৫এজ মডেলটির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ১ হাজার ৯৯ ডলার (প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩৪৭ টাকা)।

গ্যালাক্সি এস২৫এজ-এর স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল (প্রধান, এফ/ ১.৭, ওয়াইড, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) + ১২ মেগাপিক্সেল (আলট্রাওয়াইড, এফ/ ২.২, পিডিএএফ)

সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল (ওয়াইড, ডুয়াল পিক্সেল পিডিএএফ)

নেটওয়ার্ক: জিএসএম/এইচএসপিএ/এলটিই/ফাইভ-জি

আয়তন: ১৫৯ x ৭৬ x ৫ দশমিক ৯ মিলিমিটার

ওজন: ১৬৩ গ্রাম

সিম: ই-সিম

ডিসপ্লে: ওএলইডি, , এইচডিআর ১০ +

রিফ্রেশ রেট: ১২০ হার্টজ

সাইজ: ৬ দশমিক ৭ ইঞ্চি

রেজল্যুশন: ১৪৪০ x ৩১২০ পিক্সেল

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭

চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট (৩ ন্যানোমিটার)

সিপিইউ: ৭-কোর (২ x ৪.৩২ গিগাহার্টজ ওরিয়ন ভি২ ফিনিক্স এল + ৫ x ৩.৫৩ গিগাহার্টজ ওরিয়ন ভি২ ফিনিক্স এম)

জিপিইউ: অ্যাড্রিনো ৮৩০

র‌্যাম: ১২ গিগাবাইট

ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ বা ৫১২ গিগাবাইট

স্পিকার: স্টেরিও স্পিকারসহ লাউডস্পিকার

জিপিএস: জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস

ইউএসবি: ইউএসবি টাইপ-সি

ফিচার: ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (ডিসপ্লের নিচে, আল্ট্রাসনিক), অ্যাক্সেলোরোমিটার, গাইরো, কম্পাস, স্যামসাং ডেক্স

ব্যাটারি: ৩৯০০ এমএএইচ

চার্জিং: ২৫ ওয়াট ওয়্যার্ড

রঙ: টাইটেনিয়াম আইসিব্লু (হালকা নীল), টাইটেনিয়াম সিলভার (হালকা রূপালি), টাইটেনিয়াম জেটব্ল্যাক (কালো)

তথ্যসূত্র: রয়টার্স, টমস গাইড

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে হাজির স্যামসাং

আপডেট: ০২:৪৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং-ফাইল ফটো

অ্যাপলকে টেক্কা দিতে পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং ইলেকট্রনিকস। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সমৃদ্ধ এই ফোনের লক্ষ্য প্রিমিয়াম বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এই ফোনের ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং এর পুরুত্ব মাত্র ৫ দশমিক ৮ মিলিমিটার। ফোনটি যতই পাতলা হোক, পারফরমেন্সে যেন কোনো কমতি না থাকে সে জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট।

ডিভাইসটিতে স্যামসাংয়ের সর্বশেষ এআই ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষ করে মাল্টিমোডাল এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরা ও ভয়েস দিয়ে রিয়েলটাইমে ফোনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন।

স্যামসাং জানায়, ব্যবহারকারীদের চাহিদা ছিল পরিপূর্ণ পারফরম্যান্স বজায় রেখেই আরও হালকা ও বহনযোগ্য স্মার্টফোন। সেই চাহিদার প্রতি সাড়া দিতেই ফোনের সার্কিট বোর্ড ও থার্মাল সিস্টেমে কাঠামোগত পরিবর্তন এনে ডিভাইসটি চিকন করা হয়েছে।

পারফরম্যান্সের ঘাটতি ও অতিরিক্ত গরম হওয়ারর শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুন সুং-হুন। তিনি বলেন, পাতলা ডিজাইনের সঙ্গে পারফরম্যান্স বা গরম হওয়ার ভয় দুটোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা নতুন প্রযুক্তির পাতলা ভেপার চেম্বার তৈরি করেছি যা ফোনটিকে ঠান্ডা রাখতে সক্ষম।

বিশ্লেষকেরা বলছেন, পাতলা–চিকন আইফোনের সম্ভাব্য আগমনের আগেই বাজারে ফোনটি এনে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল অবলম্বন করেছে স্যামসাং।

স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ২৩ মে এবং যুক্তরাষ্ট্রে ৩০ মে ফোনটি বিক্রি শুরু হবে। তবে আজ থেকেই দুই দেশে ফোনটির প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। এরপর চীনসহ প্রায় ৩০টি দেশে এটি বাজারজাত করা হবে।

দাম : এস২৫এজ মডেলটির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ১ হাজার ৯৯ ডলার (প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩৪৭ টাকা)।

গ্যালাক্সি এস২৫এজ-এর স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল (প্রধান, এফ/ ১.৭, ওয়াইড, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) + ১২ মেগাপিক্সেল (আলট্রাওয়াইড, এফ/ ২.২, পিডিএএফ)

সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল (ওয়াইড, ডুয়াল পিক্সেল পিডিএএফ)

নেটওয়ার্ক: জিএসএম/এইচএসপিএ/এলটিই/ফাইভ-জি

আয়তন: ১৫৯ x ৭৬ x ৫ দশমিক ৯ মিলিমিটার

ওজন: ১৬৩ গ্রাম

সিম: ই-সিম

ডিসপ্লে: ওএলইডি, , এইচডিআর ১০ +

রিফ্রেশ রেট: ১২০ হার্টজ

সাইজ: ৬ দশমিক ৭ ইঞ্চি

রেজল্যুশন: ১৪৪০ x ৩১২০ পিক্সেল

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭

চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট (৩ ন্যানোমিটার)

সিপিইউ: ৭-কোর (২ x ৪.৩২ গিগাহার্টজ ওরিয়ন ভি২ ফিনিক্স এল + ৫ x ৩.৫৩ গিগাহার্টজ ওরিয়ন ভি২ ফিনিক্স এম)

জিপিইউ: অ্যাড্রিনো ৮৩০

র‌্যাম: ১২ গিগাবাইট

ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ বা ৫১২ গিগাবাইট

স্পিকার: স্টেরিও স্পিকারসহ লাউডস্পিকার

জিপিএস: জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস

ইউএসবি: ইউএসবি টাইপ-সি

ফিচার: ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (ডিসপ্লের নিচে, আল্ট্রাসনিক), অ্যাক্সেলোরোমিটার, গাইরো, কম্পাস, স্যামসাং ডেক্স

ব্যাটারি: ৩৯০০ এমএএইচ

চার্জিং: ২৫ ওয়াট ওয়্যার্ড

রঙ: টাইটেনিয়াম আইসিব্লু (হালকা নীল), টাইটেনিয়াম সিলভার (হালকা রূপালি), টাইটেনিয়াম জেটব্ল্যাক (কালো)

তথ্যসূত্র: রয়টার্স, টমস গাইড

শেয়ার করুন