পিএসএলে লাহোরের হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব

- আপডেট: ০২:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 3
সাকিব আল হাসান -ফাইল ফটো
নিলামে অবিক্রিত থাকলেও মাঝপথে এসে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। আসরের বাকি অংশে লাহোর কালান্দার্স এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে।
বুধবার সাকিবও নিশ্চিত করেছেন তার পিএসএল খেলার ব্যাপারে। পিএসএল খেলতে নিউইয়র্ক থেকে সরাসরি পাকিস্তানে চলে যাবেন তিনি।
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররাও পাকিস্তান ছেড়ে নিজ দেশে চলে যান। ১৭ মে থেকে পিএসএলের বাকি অংশ শুরু হবে। তার আগেই লাহোরে পৌঁছাবেন সাকিব। এর আগেও পাকিস্তান সুপার লীগে খেলেছিলেন এ অলরাউন্ডার।
যদিও লাহোর এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে দুই পক্ষের মাঝে ইতোমধ্যেই চূড়ান্ত আলোচনা হয়ে গেছে। একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।
পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।
ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ায় আবারো ১৭ মে থেকে মাঠে গড়াবে পিএসএলের বাকি অংশ। পরিবর্তিত সূচিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছ না দলগুলো। ফলে নতুন করে আবারো ক্রিকেটার সঙ্গে চুক্তি করতে হচ্ছে তাদের।