পিডিবির চেয়ারম্যানের দায়িত্বে রেজাউল করিম

- আপডেট: ০৬:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / 23
প্রতিকী ছবি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান হিসেবে চলতি দায়িত্ব পালন করবেন মো. রেজাউল করিম। তিনি বর্তমানে বিপিডিবির সদস্য (বিতরণ) বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির এক আদেশে তাকে চেয়ারম্যানের এ দায়িত্ব দেওয়া হয়।
আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মো. রেজাউল করিমকে বিপিডিবির চেয়ারম্যান পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বিপিডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। তিনি বিদায়ী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বিডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। চলতি বছরে ১ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হবে।