০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পিলখানা হত্যাকান্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন প্রক্রিয়া শুরু

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 14

– হাইকোর্ট । ফাইল ছবি

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ও নিষ্ঠুর কর্মকাণ্ড ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সোমবার ( ২ ডিসেম্বর ) হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

কমিটির বিষয়টি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময়ের আরজি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য তারিখ রেখেছেন। কমিটির বিষয়ে এই সময়ের মধ্যে হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে তথ্যাদি জানাতে বলা হয়েছে।

তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত অক্টোবরে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তাঁরা হলেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

এরপর রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

আবেদনটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্রসচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় ৯২ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

মধ্যাহ্ন বিরতির পর শুনানি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক নির্দেশনার কথা উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান বলেন, কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আরও দুই সপ্তাহ সময় প্রয়োজন।

এ সময় আদালত বলেন, কমিটি গঠন করা হয়েছে কি?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, প্রক্রিয়ার মধ্যে আছে বলে তাঁকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আদালত বলেন, সুনির্দিষ্ট তথ্য জানাতে হবে। ৫ নভেম্বর আদেশ দেওয়া হয়েছিল। ১০ দিন সময় দেওয়া হয়েছিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি গঠন হয়নি। গঠনপ্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে।

আদালত বলেন, প্রক্রিয়া কবে শুরু করা হয়েছে?

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু এখনো শেষ হয়নি।

আদালত বলেন, প্রক্রিয়া কবে শুরু হয়েছে?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদেশ পাওয়ার পরপরই শুরু হয়েছে।

আদালত বলেন, কত দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হবে?

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি গঠন চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময় প্রয়োজন।

পরে আদালত আদেশ দেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পিলখানা হত্যাকান্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন প্রক্রিয়া শুরু

আপডেট: ০৮:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

– হাইকোর্ট । ফাইল ছবি

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ও নিষ্ঠুর কর্মকাণ্ড ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সোমবার ( ২ ডিসেম্বর ) হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

কমিটির বিষয়টি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময়ের আরজি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য তারিখ রেখেছেন। কমিটির বিষয়ে এই সময়ের মধ্যে হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে তথ্যাদি জানাতে বলা হয়েছে।

তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত অক্টোবরে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তাঁরা হলেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

এরপর রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

আবেদনটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্রসচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় ৯২ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

মধ্যাহ্ন বিরতির পর শুনানি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক নির্দেশনার কথা উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান বলেন, কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আরও দুই সপ্তাহ সময় প্রয়োজন।

এ সময় আদালত বলেন, কমিটি গঠন করা হয়েছে কি?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, প্রক্রিয়ার মধ্যে আছে বলে তাঁকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আদালত বলেন, সুনির্দিষ্ট তথ্য জানাতে হবে। ৫ নভেম্বর আদেশ দেওয়া হয়েছিল। ১০ দিন সময় দেওয়া হয়েছিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি গঠন হয়নি। গঠনপ্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে।

আদালত বলেন, প্রক্রিয়া কবে শুরু করা হয়েছে?

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু এখনো শেষ হয়নি।

আদালত বলেন, প্রক্রিয়া কবে শুরু হয়েছে?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদেশ পাওয়ার পরপরই শুরু হয়েছে।

আদালত বলেন, কত দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হবে?

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি গঠন চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময় প্রয়োজন।

পরে আদালত আদেশ দেন।

শেয়ার করুন