পুরুষদের অলিম্পিক ফুটবলে মুখোমুখি স্বাগতিক ফ্রান্স ও স্পেন

- আপডেট: ০৪:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / 19
ছবি:সংগৃহীত
প্যারিস অলিম্পিক পর্দা নামার অপেক্ষায়। শেষ মুহূর্তে ফুটবলে হতে যাচ্ছে জমজমাট সোনার লড়াই। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে।
৩১ ম্যাচ পর ১৬ দলের মধ্যে কেবল টিকে আছে দুটি। ইউরোপের দুই প্রতিবেশী দেশ তাদের দ্বিতীয় অলিম্পিক স্বর্ণের খোঁজে।
দুই দলই তাদের শক্তি দেখিয়ে ফাইনালে উঠেছে। স্বাগতিকরা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেছে এবং ৪০০ মিনিটেরও বেশি নিজেদের গোলপোস্ট রেখেছিল অক্ষত। গ্রুপে যুক্তরাষ্ট্র, গিনি ও নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ আটে আর্জেন্টিনার সঙ্গে উত্তাপ ছড়ানো ম্যাচে জেতে ফরাসিরা। সেমিফাইানলে পিছিয়ে পড়েও মিশরকে হারিয়ে ফাইনালে তারা। প্রথম ও সবশেষ ১৯৮৪ সালে অলিম্পিকে সোনা জিতেছিল ফ্রান্স।
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে সোনা জিততে পারবে কি ফ্রান্স নাকি টানা দ্বিতীয় ফাইনালে ওঠার পর গতবারের আক্ষেপ ঘুচাতে পারবে স্পেন?
২০২১ সালের টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল স্পেন। ১৯৭৬ ও ১৯৮০ সালে জার্মানির পর প্রথম ইউরোপিয়ান দল হিসেবে টানা দুটি সোনার ম্যাচ খেলতে যাচ্ছে তারা।
এই আসরে স্পেন উজবেকিস্তান ও ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে জিতলেও মিশরের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করে। কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে দেওয়ার পর মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও জিতে ফাইনালে তারা।
পুরুষ অলিম্পিক ফুটবলে একবারই দেখা হয়েছিল স্পেন ও ফ্রান্সের। ওইবার গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল। এবারও একই ফল হলে টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে সোনার লড়াইয়ের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে।