পূজা চেরীর নাম কমিটিতে, এবার মুখ খুললেন শিবির সভাপতি।

- আপডেট: ০৮:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 15
-ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও অভিনেত্রী পূজা চেরি। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে স্বল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক সাড়া জাগানো সিনেমা উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যা তাকে দর্শকদের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পূজা চেরি। এই গুজব প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এই ঘটনায় অবাক হয়েছেন, কেউ আবার প্রশংসাও করেছেন। তবে অনেকে এর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ছাত্রশিবিরের আদর্শের কাছে পরাজিত হয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এমন মিথ্যা প্রচারণা যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহৃত হয়েছে, যা সবসময়ই ব্যর্থ হয়েছে। আমরা জনগণকে এসব গুজবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই।”
অন্যদিকে, এই গুজবে নিজের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন পূজা চেরিও। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “মানুষ কীভাবে এমন ভিত্তিহীন খবর ছড়ায়, তা আমার বোধগম্য নয়। তারকাদের নিয়ে গুজব ছড়ানো নতুন কিছু নয়, কিন্তু এবার যা ঘটেছে, তা অত্যন্ত স্পর্শকাতর। ধর্মের বিষয় নিয়ে গুজব রটানো পুরোপুরি অনুচিত, কারণ এটি সবার জন্যই অবমাননাকর।”
তিনি আরও বলেন, “আমি একজন অভিনয় শিল্পী এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই। আমার পেশা নিয়ে আমি গর্বিত এবং সেটিকেই সম্মান জানাই।”
এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনা অব্যাহত রয়েছে।