০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও পরিবেশ সংরক্ষনে গুরুত্ব বুঝে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 24

রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কারোর জমি নিয়ে নেওয়া অথবা প্রভাবশালী কোনো ব্যক্তির বাড়ির কাছে স্থাপনা গড়ে তোলার চর্চা থেকে সরে আসতে হবে।

পরিবেশ সংরক্ষণে জোর দিয়ে সরকারপ্রধান বলেছেন, “কোন প্রকল্প নিতে গেলে দয়া করে প্রকল্প নেওয়ার জন্য নেবেন না। যথাযথ কাজে লাগবে কিনা সেটা দেখতে হবে। বর্জ্য ব্যবস্থার জন্য যথাযথ দূরত্ব দেখে প্রকল্প নিতে হবে। যাতে অন্য প্রকল্পগুলো দূষণ করতে না পারে।

“ওমুকের জমি নিতে হবে, ওমুকের বাড়ির কাছে করতে হবে, এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। জনপ্রতিনিধি হিসেবে সার্বিকভাবে চিন্তা করতে হবে। পরিবেশ সংরক্ষণের দিকেও দৃষ্টি দিতে হবে।”

শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে রাস্তাঘাট ব্যাপক হারে করা হয়েছে। পায়ে চলা রাস্তাগুলোকে প্রথমে মাটিতে করতে হয়। তারপর ইট বিছানো, এরপর পাকা করে দেওয়া, এখনও অনেক এলাকায় বাকি আছে, আমার কিন্তু শুরু করেছি।

“স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করে, তাদের জবাবদিহি নাই। জনগণ সেবা পাচ্ছে কি না আমাদের দেখতে হবে; না দেখলে চলবে না। দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দায়িত্ব আছে। তারাও যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।”

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সরকারের ভূমিকা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হতে হবে, কারণ বিদ্যুৎ উৎপাদনে অনেক খরচ হয়। এত বেশি খরচ হয় আমরা কিন্তু কম টাকা নিই। যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারাই লাভবান হয়। এখন থেকে আর সে ব্যবস্থা হবে না। একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া আছে। যারা নিম্নবিত্ত, এর উপরে যারা বেশি ব্যবহার করবে তার বিদ্যুতের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে। সেভাবে আমরা করতে চাই।”

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও পরিবেশ সংরক্ষনে গুরুত্ব বুঝে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট: ০৫:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কারোর জমি নিয়ে নেওয়া অথবা প্রভাবশালী কোনো ব্যক্তির বাড়ির কাছে স্থাপনা গড়ে তোলার চর্চা থেকে সরে আসতে হবে।

পরিবেশ সংরক্ষণে জোর দিয়ে সরকারপ্রধান বলেছেন, “কোন প্রকল্প নিতে গেলে দয়া করে প্রকল্প নেওয়ার জন্য নেবেন না। যথাযথ কাজে লাগবে কিনা সেটা দেখতে হবে। বর্জ্য ব্যবস্থার জন্য যথাযথ দূরত্ব দেখে প্রকল্প নিতে হবে। যাতে অন্য প্রকল্পগুলো দূষণ করতে না পারে।

“ওমুকের জমি নিতে হবে, ওমুকের বাড়ির কাছে করতে হবে, এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। জনপ্রতিনিধি হিসেবে সার্বিকভাবে চিন্তা করতে হবে। পরিবেশ সংরক্ষণের দিকেও দৃষ্টি দিতে হবে।”

শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে রাস্তাঘাট ব্যাপক হারে করা হয়েছে। পায়ে চলা রাস্তাগুলোকে প্রথমে মাটিতে করতে হয়। তারপর ইট বিছানো, এরপর পাকা করে দেওয়া, এখনও অনেক এলাকায় বাকি আছে, আমার কিন্তু শুরু করেছি।

“স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করে, তাদের জবাবদিহি নাই। জনগণ সেবা পাচ্ছে কি না আমাদের দেখতে হবে; না দেখলে চলবে না। দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দায়িত্ব আছে। তারাও যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।”

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সরকারের ভূমিকা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হতে হবে, কারণ বিদ্যুৎ উৎপাদনে অনেক খরচ হয়। এত বেশি খরচ হয় আমরা কিন্তু কম টাকা নিই। যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারাই লাভবান হয়। এখন থেকে আর সে ব্যবস্থা হবে না। একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া আছে। যারা নিম্নবিত্ত, এর উপরে যারা বেশি ব্যবহার করবে তার বিদ্যুতের মূল্য তত বেশি বৃদ্ধি পাবে। সেভাবে আমরা করতে চাই।”

 

শেয়ার করুন