প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার ইরেশ-সাবিলা

- আপডেট: ০১:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / 16
ইরেশ-সাবিলা। ছবি-সংগৃহীত
আজ থেকে প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত ‘মাঙ্কি বিজনেস’ নাটকে অভিনয় করেছিলেন ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিণ শেয়ার করা হয়নি। এবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিণ শেয়ার করছেন ইরেশ যাকের ও সাবিলা নূর। সাংবাদিক, নাট্যকার অপূর্ণ রুবেলের রচনায় তারা দু’জন ‘সুঁতো’ নাটকে অভিনয় করেছেন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ বলেন, ‘সত্যি বলতে এটি আমার জন্য আসলেই আনন্দের। কারণ সাবিলা বর্তমানে অসম্ভব ভালো কাজ করছেন। তার ব্যস্ততাও অনেক। ভালো শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার আনন্দ লাগে। এ ছাড়া সাবিলার নিজস্ব দর্শক রয়েছে। যারা তার কাজের ভক্ত। এটি সাবিলা নিজের যোগ্যতায় অর্জন করেছেন। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। কারণ আমি এবং সাবিলা ছাড়া আরও যারা নাটকে অভিনয় করেছেন সবাই নিজেদের সেরাটি দিয়েছেন। এর জন্য সুতোর নির্মাতা ও পুরো টিমকে ধন্যবাদ।’
সাবিলা বর্তমানে নাটক, ওটিটি ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে ঈদের বেশ কিছু নাটকের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন। নতুন এই নাটক নিয়ে সাবিলা বলেন, ‘দশ বছর পর আমরা আবার একসঙ্গে কাজ করছি। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে আমরা কাজ করেছি। সেবার জুটি না বাঁধলেও, এবার জুটি হয়ে দর্শকের সামনে উপস্থিত হবো। ইরেশ ভাই একজন অভিজ্ঞ অভিনয় শিল্পী। তার সঙ্গে কাজ করা মানে নতুন কিছু শেখা। নাটকের শুটিংয়ে আমরা খুবই মজা করে কাজটি করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
নাটকটি একটি ইউটিউব চ্যানেলে ঈদে প্রচার হবে। ইরেশ যাকের ও সাবিলা নূর ছাড়াও নাটকে অভিনয় করেছেন সাবেরী আলম পার্থসহ আরও অনেকে।