০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

প্রথমবার ভোট দিলেন বলিউড তারকা অক্ষয়

বিনোদন ডেস্ক
  • আপডেট: ০৪:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 19

সংগৃহীত ছবি

সম্প্রতি ভারতের নাগরিকত্ব পেয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। আর এবারের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোটও দিয়েছেন তিনি। কানাডিয়ান কুমার’-এ তকমা আর থাকছে না,সম্প্রতি কানাডার পাসপোর্ট ছেড়ে ভারতের নাগরিক হয়েছেন অক্ষয় কুমার।

সোমবার (২০ মে) সকালে ঘুম থেকে উঠেই খাকি পোশাকে বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি। সাধারণ ভোটারদের মতো বুথের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে অক্ষয় বলেন, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে।

মুম্বইয়ে ভোট প্রদানের সংখ্যা কম হওয়া নিয়েও প্রশ্ন করা হয়েছিল অক্ষয়কে। জবাবে খিলাড়ি কুমার জানান, তিনি যখন তার পোলিং বুথে পৌঁছেছিলেন তখন বুথে প্রায় ৫০০-৬০০ লোক ছিল।

২০২৩ সালের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। ভারতের পাসপোর্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি।’ কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে একসময় কম ট্রোলের কারণে পড়তে হয়নি তাঁকে। এমনকী, ডাকা হত কানাডা কুমার নামেও।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে পরপর সিনেমা ফ্লপ করতে থাকে অক্ষয় কুমারের। একটানা ১৫টি সিনেমা ফ্লপ হলে এক বন্ধুর পরামর্শে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। সেখানে যাতে কাজ করতে সুবিধা হয়। কিন্তু এরপরই ভাগ্যের চাকা ঘুরে যায়। পরপর দুটি সিনেমা হিট হয়ে যায়। তারপর ভারতে ফেরেন অক্ষয়। আর কখনও ঘুরে দাঁড়াতে হয়নি। এরপর একসময় ভুলেই গিয়েছিলেন কানাডার পাসপোর্ট ফেরত দিয়ে ফের একবার ভারতের নাগরিক হওয়ার কথা। তবে বিদ্রুপের মুখোমুখি হতেই টনক নড়ে অভিনেতার। এরপরই আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রথমবার ভোট দিলেন বলিউড তারকা অক্ষয়

আপডেট: ০৪:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

সংগৃহীত ছবি

সম্প্রতি ভারতের নাগরিকত্ব পেয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। আর এবারের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোটও দিয়েছেন তিনি। কানাডিয়ান কুমার’-এ তকমা আর থাকছে না,সম্প্রতি কানাডার পাসপোর্ট ছেড়ে ভারতের নাগরিক হয়েছেন অক্ষয় কুমার।

সোমবার (২০ মে) সকালে ঘুম থেকে উঠেই খাকি পোশাকে বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি। সাধারণ ভোটারদের মতো বুথের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে অক্ষয় বলেন, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে।

মুম্বইয়ে ভোট প্রদানের সংখ্যা কম হওয়া নিয়েও প্রশ্ন করা হয়েছিল অক্ষয়কে। জবাবে খিলাড়ি কুমার জানান, তিনি যখন তার পোলিং বুথে পৌঁছেছিলেন তখন বুথে প্রায় ৫০০-৬০০ লোক ছিল।

২০২৩ সালের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। ভারতের পাসপোর্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি।’ কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে একসময় কম ট্রোলের কারণে পড়তে হয়নি তাঁকে। এমনকী, ডাকা হত কানাডা কুমার নামেও।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে পরপর সিনেমা ফ্লপ করতে থাকে অক্ষয় কুমারের। একটানা ১৫টি সিনেমা ফ্লপ হলে এক বন্ধুর পরামর্শে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। সেখানে যাতে কাজ করতে সুবিধা হয়। কিন্তু এরপরই ভাগ্যের চাকা ঘুরে যায়। পরপর দুটি সিনেমা হিট হয়ে যায়। তারপর ভারতে ফেরেন অক্ষয়। আর কখনও ঘুরে দাঁড়াতে হয়নি। এরপর একসময় ভুলেই গিয়েছিলেন কানাডার পাসপোর্ট ফেরত দিয়ে ফের একবার ভারতের নাগরিক হওয়ার কথা। তবে বিদ্রুপের মুখোমুখি হতেই টনক নড়ে অভিনেতার। এরপরই আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের।

শেয়ার করুন