প্রথম ম্যাচটা ভালো গেল না মোস্তাফিজের

- আপডেট: ০২:৩৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 3
মুস্তাফিজ ছিলেন নিজের চেনা ছন্দে -ছবি-সংগৃহীত
আইপিএলে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই হার দেখলেন মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি গুজরাটের কাছে হেরে গেছে। আর এদিকে দিল্লিকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট। দিল্লিকে ১০ উইকেটে হারিয়েছে গুজরাট।
তবে বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে। দিল্লি ক্যাপিটালসের হয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলেও মুস্তাফিজ ছিলেন নিজের চেনা ছন্দে। প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান খরচ করেন। পরে আরেকটি ওভারে দিলেন ১১ রান। তবে দলীয় ব্যর্থতায় দিল্লিকে হারতে হয় ১০ উইকেটের ব্যবধানে।
২০০ রানের লক্ষ্য তাড়ায় গুজরাটের ব্যাটিং শুরুটা ছিল আগ্রাসী। মাত্র তিন ওভারেই তুলে ফেলে ৪৩ রান। তখনই আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারেই দেন মাত্র ৬ রান, কোনো বাউন্ডারি হজম না করেই। দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি খেলেও রান দেন কেবল ৭। চতুর্থ ওভারে এসেও ছিলেন নিয়ন্ত্রিত, দেন ১১ রান।
মুস্তাফিজ ছাড়াও দুশমন্থ চামিরা চেষ্টা করেছেন রান চেপে ধরতে কিন্তু কেউই সাফল্যের মুখ দেখাতে পারেননি। ওপেনার সাই সুদর্শন ৩০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে শুভমান গিল ধীরে শুরু করলেও পরে বিধ্বংসী রূপ নেন। সুদর্শন ফিফটির পর কুলদীপ যাদবকে ছক্কা মেরে ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।
এবারের আসরে নিজের প্রথম ম্যাচটা ভালো গেল না মোস্তাফিজের। ৩ ওভার বল করে ২৪ রান দিয়েছেন টাইগার এই পেসার।
গুজরাটের কাছে লজ্জাজনক হারের পরও দিল্লির প্লে-অফের আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে বাকি থাকা দুই ম্যাচে জিততে হবে মুস্তাফিজদের, সেই সঙ্গে অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে।