০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রয়োজন অর্থবহ সংলাপ : জামায়াত আমির

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 2

সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -ছবি : ফাইল ফটো

দেশে বর্তমানে রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে আলাপ-আলোচনার মাধ্যমে তার সমাধান বেরিয়ে আসবে বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর জন্য প্রয়োজন অর্থবহ সংলাপ। তাই তিনি সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলি সকলকে বিচলিত করেছে। আমরা বিচলিত না হলেও দায়িত্বশীল সংগঠন হিসেবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না।

ইতোমধ্যে নির্বাহী পরিষদের সভা করেছি। আলোচনা করে উপসংহারে উপনীত হয়েছি, সংঘাত এবং কাঁদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত।

তিনি বলেন, এই সংলাপের ব্যবস্থা বর্তমান সরকারকে করে দিতে হবে। সমস্যা যত বড় হোক আমরা বিশ্বাস করি যে, আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। তারমধ্যে নির্বাহী পরিষদের সভা করে সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় সভা ডাকার জন্য। আমরা আশা করি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতে দেখেছি এমন পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে ডায়ালাগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন আলোচনার উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব।

এদিকে জামায়াতে ইসলামী শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে বৈঠক করতে। এদিন বিএনপির সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রয়োজন অর্থবহ সংলাপ : জামায়াত আমির

আপডেট: ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -ছবি : ফাইল ফটো

দেশে বর্তমানে রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে আলাপ-আলোচনার মাধ্যমে তার সমাধান বেরিয়ে আসবে বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর জন্য প্রয়োজন অর্থবহ সংলাপ। তাই তিনি সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক ঘটনাবলি সকলকে বিচলিত করেছে। আমরা বিচলিত না হলেও দায়িত্বশীল সংগঠন হিসেবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না।

ইতোমধ্যে নির্বাহী পরিষদের সভা করেছি। আলোচনা করে উপসংহারে উপনীত হয়েছি, সংঘাত এবং কাঁদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত।

তিনি বলেন, এই সংলাপের ব্যবস্থা বর্তমান সরকারকে করে দিতে হবে। সমস্যা যত বড় হোক আমরা বিশ্বাস করি যে, আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। তারমধ্যে নির্বাহী পরিষদের সভা করে সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় সভা ডাকার জন্য। আমরা আশা করি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতে দেখেছি এমন পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে ডায়ালাগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন আলোচনার উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব।

এদিকে জামায়াতে ইসলামী শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে বৈঠক করতে। এদিন বিএনপির সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন