প্রশ্ন পেয়ে যারা ক্যাডার হয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী

- আপডেট: ০৯:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / 19
গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বিসিএসের প্রশ্ন পেয়ে যারা অফিসার হয়েছেন, তাদেরও ধরা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রশ্নফাঁসকারী এবং ক্রেতা, দুজনই সমান অপরাধী। কিন্তু কথাটা হলো, তাদের ধরে দেবে কে? গণমাধ্যম চেষ্টা করলে, খুঁজে দিলে সরকার ব্যবস্থা নেবে। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে সরকারপ্রধান এ কথা বলেন।
বিএনপির আমলে প্রশ্নপত্র ফাঁসের শুরু হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ২৪তম বিসিএস হয় ২০০২ সালে। তখন পরীক্ষা হতো না। হাওয়া ভবন থেকে তালিকা যেত। ঢাকা কলেজে একটা বিশেষ কামরা ছিল। সেখানে বসে পরীক্ষা দিয়ে তাদের লোকজন চাকরি পেত। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম তখন থেকেই।
শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলেই, দুর্নীতিবাজ ধরা পড়ছে। অনিয়ম-জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা। এজন্য আমার ইমেজ নষ্ট হলে হোক, আমি তাদের ধরবোই। এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এখানে কোনো দ্বিধা নেই। অন্যায় করলে কাউকে ছাড় নয়। অন্যায়কারীকে আমি ধরবোই। এতে আমার ইমেজ নষ্ট হবে কি না, তার পরোয়া করি না আমি।