০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রবীন্দ্র নাথ পাল, ময়মনসিংহ প্রতিনিধি :
- আপডেট: ০৮:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / 50
ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি মিড ডে মিল ও ঝরে পড়া রোধ নিশ্চিতকরণের লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রয়ারি), দুপুরে মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক,সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী, বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ,২ শতাধিক শিক্ষার্থীদের মায়েরা অংশ গ্রহণ করেন সমাবেশে।
ট্যাগ :