০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

ফাইনালে ইন্টার মিলান : বার্সার স্বপ্নভঙ্গ

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 1

ছবি : সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সেরা সেমিফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ম্যাচের ৯২তম মিনিটেও ৩-২ গোলে পিছিয়ে ছিল ইন্টার। যোগ করা সময়ের শেষ মিনিটে ইন্টারের ডিফেন্ডার ফ্রান্সেসকো আচেরবি গোলে সমতায় ফেরে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন ডেভিড ফ্রাত্তেসি। তার গোলে বিদায় ঘণ্টা বেজে যায় বার্সেলোনার। এই জয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার সুযোগ পেল ইন্টার মিলান।

গত সপ্তাহে ৩-৩ গোলে ড্র হওয়ার পর, এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসের প্রথম লেগের অমীমাংসিত ভাগ্য নির্ধারিত ছিল মিলানের সান সিরোতে।

ঘরের মাঠে প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২ গোলে এগিয়ে ফাইনাল যখন নিশ্চিত করতে যাচ্ছিল ইন্টার, তখন বার্সেলোনা অবিশ্বাস্য এক কামব্যাক করায় ম্যাচটিকে নতুন মোড় দেয়। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া ও ৬০ মিনিটে দানি ওলমো গোল করে বার্সাকে সমতায় ফেরান।

এরপর ৮৭তম মিনিটে রাফিনহার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ঠিক সে সময় মনে হচ্ছিল এক অবিশ্বাস্য জয়ের পথে এগোচ্ছে কাতালানরা। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে দুর্দান্ত এক শটে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন ইন্টার সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আর সেখানেই বাজিমাত ইন্টারের। মেহদী তারেমির পাস থেকে বাম পায়ের শটে দারুণ এক গোল করে ইন্টারকে ৪-৩ (সামগ্রিক ৭-৬) গোলে এগিয়ে নেন ফ্রাত্তেসি। তার এই গোলেই ফাইনালের টিকিট কাটে সিমোন ইনজাগির দল।

আগামী ৩১ মে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিতব্য ফাইনালে ইন্টার মিলান প্রতিপক্ষ পাবে পিএসজি বা আর্সেনালকে।

এদিকে ইন্টারের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার। তবে সামনে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ রয়েছে আসন্ন এল ক্লাসিকোতে। লা লিগার শীর্ষে থাকা বার্সা যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেলে ২৮তম লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হবে কাতালানদের।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফাইনালে ইন্টার মিলান : বার্সার স্বপ্নভঙ্গ

আপডেট: ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ছবি : সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সেরা সেমিফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ম্যাচের ৯২তম মিনিটেও ৩-২ গোলে পিছিয়ে ছিল ইন্টার। যোগ করা সময়ের শেষ মিনিটে ইন্টারের ডিফেন্ডার ফ্রান্সেসকো আচেরবি গোলে সমতায় ফেরে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন ডেভিড ফ্রাত্তেসি। তার গোলে বিদায় ঘণ্টা বেজে যায় বার্সেলোনার। এই জয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার সুযোগ পেল ইন্টার মিলান।

গত সপ্তাহে ৩-৩ গোলে ড্র হওয়ার পর, এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসের প্রথম লেগের অমীমাংসিত ভাগ্য নির্ধারিত ছিল মিলানের সান সিরোতে।

ঘরের মাঠে প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২ গোলে এগিয়ে ফাইনাল যখন নিশ্চিত করতে যাচ্ছিল ইন্টার, তখন বার্সেলোনা অবিশ্বাস্য এক কামব্যাক করায় ম্যাচটিকে নতুন মোড় দেয়। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া ও ৬০ মিনিটে দানি ওলমো গোল করে বার্সাকে সমতায় ফেরান।

এরপর ৮৭তম মিনিটে রাফিনহার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ঠিক সে সময় মনে হচ্ছিল এক অবিশ্বাস্য জয়ের পথে এগোচ্ছে কাতালানরা। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে দুর্দান্ত এক শটে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন ইন্টার সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আর সেখানেই বাজিমাত ইন্টারের। মেহদী তারেমির পাস থেকে বাম পায়ের শটে দারুণ এক গোল করে ইন্টারকে ৪-৩ (সামগ্রিক ৭-৬) গোলে এগিয়ে নেন ফ্রাত্তেসি। তার এই গোলেই ফাইনালের টিকিট কাটে সিমোন ইনজাগির দল।

আগামী ৩১ মে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিতব্য ফাইনালে ইন্টার মিলান প্রতিপক্ষ পাবে পিএসজি বা আর্সেনালকে।

এদিকে ইন্টারের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার। তবে সামনে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ রয়েছে আসন্ন এল ক্লাসিকোতে। লা লিগার শীর্ষে থাকা বার্সা যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেলে ২৮তম লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হবে কাতালানদের।

শেয়ার করুন