ফ্যাসিবাদীরা গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে ঠকিয়েছে : এএসএম আব্দুল হালিম।

- আপডেট: ০৫:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 76
– ইসলামপুরের গুঠাইল বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। ছবি : ইউএনএ
আওয়ামীলীগ নেতা-কর্মী ও এমপি মন্ত্রীরা গত ১৫ বছরে দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও গুমের রাজত্ব কায়েম করেছিল। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দেশের কয়েকটি স্পটে নামমাত্র কিছু কিছু লোক দেখানো উন্নয়ন কাজ করেছে। তারা দেশের কিছু কসমেটিক উন্নয়ন দেখিয়ে সারা দেশের গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে ঠকিয়েছে। ফ্যাসিষ্টরা গ্রামীণ জনপদের সার্বিক প্রয়োজন মেটাতে কোন উল্লেখযোগ্য উন্নয়ন কাজ করে নাই। তারা শুধুমাত্র গ্রামীণ জনপদের রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ মন্দির সংস্কারের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এছাড়াও ফ্যাসিষ্টরা দেশের সকল কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান সহ সাধারণ জনোগোষ্ঠির ট্যাক্সের টাকা লুটপাট করেও কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে। ওদের সকলকে আইনের আওতায় দেশে ফিরিয়ে এনে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ইসলামপুরের গুঠাইল বাজারে স্থানীয় জনগণের কাছে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে এক পথ সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।
ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রৌফ দানুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং জামালপুর জেলা বিএনপির বন-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার এ সভায় সভাপতিত্ব করেন।
ইসলামপুর উপজেলা বিএনপির সহ:সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত ওই পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেছ আলী, আজিজুর রহমান চৌধুরী, মনিরুল করিম, প্রভাষক জহুরুল ইসলাম, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী, হুমায়ুন খান লোহানী প্রমুখ।