০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ফ্যাসিবাদী দল আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিক্ষোভকারীদের উল্লাস

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 1

শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় উল্লাস করেন বিক্ষোভকারীরা – ছবি : আব্দুর রহমান / ইউএনএ

তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর পাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তারা শুরুতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে সমাবেশ এবং শাহবাগ মোড় অবরোধ করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগ মোড় থেকে আল্টিমেটাম দেন হাসনাত।

এদিকে বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকে উপদেষ্টা পরিষদ।

দীর্ঘ অবরোধ ও অবস্থান কর্মসূচির পর অবশেষে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা এলো। এই ঘোষণার খবর পাওয়ার সাথে সাথে আনন্দ মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা।

এর আগে শুক্রবার রাতে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ, দলটির কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়নে হাসনাত কর্মসূচি ঘোষণা করে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার সকালে সেখান থেকে সমাবেশের ঘোষণা দেন হাসনাত। বিকেল সাড়ে ৪টায় তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো মানুষ মিছিলসহ শাহবাগে এসে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফ্যাসিবাদী দল আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিক্ষোভকারীদের উল্লাস

আপডেট: ০১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় উল্লাস করেন বিক্ষোভকারীরা – ছবি : আব্দুর রহমান / ইউএনএ

তীব্র আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর পাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তারা শুরুতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে সমাবেশ এবং শাহবাগ মোড় অবরোধ করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগ মোড় থেকে আল্টিমেটাম দেন হাসনাত।

এদিকে বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকে উপদেষ্টা পরিষদ।

দীর্ঘ অবরোধ ও অবস্থান কর্মসূচির পর অবশেষে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা এলো। এই ঘোষণার খবর পাওয়ার সাথে সাথে আনন্দ মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা।

এর আগে শুক্রবার রাতে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ, দলটির কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়নে হাসনাত কর্মসূচি ঘোষণা করে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার সকালে সেখান থেকে সমাবেশের ঘোষণা দেন হাসনাত। বিকেল সাড়ে ৪টায় তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো মানুষ মিছিলসহ শাহবাগে এসে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শেয়ার করুন