বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ

- আপডেট: ০১:০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / 16
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও পোল্যান্ডের ম্যাচ চলাকালীন একটি মুহূর্ত – ইউএনএ
আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ-২০২৪ এর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে টানা চার ম্যাচ জয় তুলে নেয় বাংলাদেশ। পাশাপাশি এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন বাংলাদেশের খেলোয়াড়েরা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নিয়ে বাংলাদেশ ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার ফলে স্বাগতিকরা এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে। এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পেয়ে বাংলাদেশ দল ৩৮-১৫ পয়েন্টে প্রথমার্ধ শেষ করে।প্রথমার্ধে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এই আসরের ইউরোপের একমাত্র প্রতিনিধি দেশ পোল্যান্ড।
দ্বিতীয়ার্ধেও স্বাগতিক বাংলাদেশ ৪টি লোনা তুলে নেয় যথাক্রমে ২১,২৯,৩৪ ও ৩৯ মিনিটে।যার ফলে ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিলো বাংলাদেশ দল।শেষমেষ ৭৯-২৮ পয়েন্টের ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ দল।দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নেন।
আগামীকাল (৩১শে মে) গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে।ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।