০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া: উচ্চশিক্ষামন্ত্রী

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৩:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 15

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪: মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা সংকটের সমাধান, এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কাজ চালিয়ে যাবে।

আজ মিশরের কায়রোতে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াতে আমরা আগ্রহী।

বৈঠকে উভয় নেতা শ্রমবাজারে বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আসিয়ানের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার প্রস্তাব দেন এবং মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন।

তিনি জানান, সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আরও ৮০ হাজারের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে তিনি আরও উল্লেখ করেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া: উচ্চশিক্ষামন্ত্রী

আপডেট: ০৩:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪: মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা সংকটের সমাধান, এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কাজ চালিয়ে যাবে।

আজ মিশরের কায়রোতে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াতে আমরা আগ্রহী।

বৈঠকে উভয় নেতা শ্রমবাজারে বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আসিয়ানের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার প্রস্তাব দেন এবং মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন।

তিনি জানান, সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আরও ৮০ হাজারের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে তিনি আরও উল্লেখ করেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।

শেয়ার করুন