১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা প্রদান করা হবে : কার্লোস

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 5

যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা -ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা।

তিনি বলেছেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ফুটবলের মাধ্যমে যে সেতুবন্ধন তৈরি হয়েছে তা অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্ক আরো গভীর হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি দেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব রকম সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত বলে আশ্বাস দেন।

শুক্রবার সকালে যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এই ফুটবল উৎসবে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমি থেকে প্রায় ৬০০ খুদে ফুটবলার দিনব্যাপী অংশ নেয়। রাষ্ট্রদূত সিসা এই আয়োজনের উদ্বোধন করেন এবং একই সঙ্গে ভাষাসৈনিক মুছা মিয়া ভবনেরও উদ্বোধন করেন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা।

আমরা চাই, বাংলাদেশের তরুণ ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করুক এবং একদিন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক। আমাদের দেশ বাংলাদেশের কোচ এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রস্তুত।

একইভাবে আমরা আশা করি, আমাদের প্রশিক্ষকরাও বাংলাদেশের একা কাডেমিগুলোতে এসে এখানকার তরুণ প্রতিভাগুলোকে সহায়তা করতে পারবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা প্রদান করা হবে : কার্লোস

আপডেট: ০২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা -ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা।

তিনি বলেছেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ফুটবলের মাধ্যমে যে সেতুবন্ধন তৈরি হয়েছে তা অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্ক আরো গভীর হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি দেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব রকম সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত বলে আশ্বাস দেন।

শুক্রবার সকালে যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এই ফুটবল উৎসবে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমি থেকে প্রায় ৬০০ খুদে ফুটবলার দিনব্যাপী অংশ নেয়। রাষ্ট্রদূত সিসা এই আয়োজনের উদ্বোধন করেন এবং একই সঙ্গে ভাষাসৈনিক মুছা মিয়া ভবনেরও উদ্বোধন করেন।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা।

আমরা চাই, বাংলাদেশের তরুণ ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করুক এবং একদিন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক। আমাদের দেশ বাংলাদেশের কোচ এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রস্তুত।

একইভাবে আমরা আশা করি, আমাদের প্রশিক্ষকরাও বাংলাদেশের একা কাডেমিগুলোতে এসে এখানকার তরুণ প্রতিভাগুলোকে সহায়তা করতে পারবে।

শেয়ার করুন