বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিষেধাজ্ঞায় হাসারাঙ্গা

- আপডেট: ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / 11
প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় শাস্তি হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আফগানিস্তান বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে আইসিসির আচরণ বিধির ২.১৩ ধারা লঙ্ঘন করেন তিনি। তাতে যোগ হয় তিন ডিমেরিট পয়েন্ট।এর আগে আইসিসির ধারা ভঙ্গ করায় দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল হাসারাঙ্গার নামের পাশে।সর্বমোট পাঁচ ডিমেরিটস পয়েন্ট যোগ হওয়ায় পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা।আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার পাঁচটি ডিমেরিট পেলে শাস্তি হিসেবে তাকে দুটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়। অর্থাৎ, একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে তাকে নিষিদ্ধ করা হয়।কোন সিরিজের তিন সংস্করণের মধ্যে দলের যে খেলা আগে হবে, সেখানে খেলতে পারবেন না শাস্তি পাওয়া ক্রিকেটার।
তাই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।