বাংলাদেশের ব্যবসার পরিবেশে দৃশ্যমান অগ্রগতির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

- আপডেট: ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 15
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শ্রম অধিকার, বিনিয়োগ, ও ব্যবসার পরিবেশে ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের (ইউএসটিআর) সঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের বৈঠকে এসব আলোচনা হয়।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চ। তারা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট (টিকফা)-এর পরবর্তী বৈঠক ২০২৫ সালের প্রথম দিকে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
পররাষ্ট্র সচিব শ্রম খাতে সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসা সহজ করার জন্য বাংলাদেশের প্রচেষ্টাগুলো তুলে ধরেন। তিনি জিএসপি সুবিধা পুনরায় চালু এবং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার বিষয়ে বাংলাদেশের আশাবাদের কথা জানান।
যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসার পরিবেশ তৈরিতে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া শ্রম আইন সংশোধন, শ্রম অধিকার উন্নয়ন এবং কাস্টমস আধুনিকায়নে সহায়তা দেওয়ার কথা জানানো হয়।
লিঞ্চ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের শ্রম কর্ম পরিকল্পনার বাস্তবায়ন বাংলাদেশের জন্য মার্কিন বাজারে জিএসপি সুবিধা পুনর্বহালের একটি গুরুত্বপূর্ণ শর্ত।
পররাষ্ট্র সচিব বাংলাদেশের শ্রম সংস্কার অগ্রগতি তুলে ধরে বলেন, ২০২৫ সালের মধ্যে শ্রম আইন সংশোধনের পাশাপাশি অন্যান্য পদক্ষেপ যেমন, বার্ষিক মজুরি বৃদ্ধি এবং শ্রম চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে ব্যবসা ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়।