বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

- আপডেট: ১১:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / 19
সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : ইউএনএ
বাংলাদেশ কারিগরি ব্যবসায় ম্যানেজম্যান্ট টেকনোলজি (বিএমটি) কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। দেশের কারিগরি শিক্ষা বোর্ডের আটটি কমিটি বিলুপ্ত করে এই সমিতি গঠন করা হয়। শনিবার বিকেলে রাজধানীর শ্যামলী এলাকার কাচালংকা রেস্টেুরেন্টে দেশের সকল জেলার কারিগরি শিক্ষক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষনা করা হয়। কমিটির সভাপতি হিসেবে পঞ্চগড় বিসিক নগড় টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ দেলদার রহমান দিলু সাধারন সম্পাদক নেত্রকনার নন্দিপুর কারিগরি ও বানিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান নির্বাচিত হয়েছেন। এ সময় অধ্যক্ষ নাসিরউদ্দিনের সভাপতিত্বে কারিগরি শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, সাবেক উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হামিদ সহ ৬৪ জেলার শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিল।
দেলদার রহমান দিলু একজন অধ্যক্ষ এবং বাংলাদেশ আইনজীবি ফোরামের সদস্য । এর আগে শনিবার দুপুর একটার দিকে কাচালংকা রেস্টুরেন্টে সংগঠনটির সকল জেলার সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষকদের আটটি কমিটি বিলুপ্ত করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন সদস্যরা। সারা দেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে মতামত তুলে ধরেন।
অধ্যক্ষ দেলদার রহমান দিলু জানান ৭১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়েছে। আগামি দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল কলেজের শিক্ষকদের অধিকার এবং কল্যানে কাজ করা হবে।