বাইডেনের ড্রাগ টেস্টের দাবি জানালেন ট্রাম্প

- আপডেট: ১২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 19
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাদকাসক্ত কিনা, তা পরীক্ষার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বিতর্কের আগে ও পরে এ পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
দুই প্রার্থীই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দুটি বিতর্কে মুখোমুখি হতে রাজি হয়েছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিক হয়ে প্রেসিডেন্ট পদে বসা ট্রাম্প বলেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট বাইডেন যেন ঘুড়ির মতো উড়ছিলেন। আমি এ ব্যক্তির সঙ্গেই বিতর্কে অংশ নিতে চাই। তবে এর আগে, প্রেসিডেন্ট বাইডেন মাদকাসক্ত কিনা, তা পরীক্ষা করা উচিত।
মিনোসোটা অঙ্গরাজ্যের সেইন্ট পলে দলের এক নৈশভোজে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্প বলেন, ‘আমি চাই না বাইডেন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় যে পরিস্থিতিতে ছিলেন ঐ ভাবে বিতর্কে অংশ নেন। তার মাদকের বিষয়টি পরীক্ষা করা উচিত।’
এই প্রথম নয়, এর আগেও ট্রাম্প একই দাবি করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের মাদক পরীক্ষার দাবি তুলেছিলেন।