বাজারে এসেছে অপরিপক্ব, স্বাদহীন মোজাফ্ফর জাতের লিচু

- আপডেট: ০৭:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 2
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে লিচুর ফলন ভালো হয়নি। ঈশ্বরদীর মোজাফ্ফর জাতের লিচুর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে ঈশ্বরদীর বাজারে দেশি (মোজাফ্ফর) জাতের লিচু পাওয়া যায়।
ফলন বিপর্যয় দেখা দেওয়ায় মোজাফ্ফর জাতের লিচু এবার অপরিপক্ব, স্বাদহীন ও টক হয়েছে। বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও।
অপরিপক্ব এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতি ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক।
জয়নগর শিমুলতলা হাটের লিচু বিক্রেতা রবিউল বলেন, প্রায় এক সপ্তাহ ধরে শিমুলতলা হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে লিচু বেচাকেনা শুরু হয়েছে। এখন দেশি লিচু (মোজাফ্ফর) বেচাকেনা হচ্ছে। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে না ওঠা পর্যন্ত লিচু বেচাকেনা জমবে না। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে আসতে এখনো ১৫-২০ দিন সময় লাগবে।
ঈশ্বরদী পৌর শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়, স্টেশন রোড ও জয়নগর শিমুলতলা লিচু হাটে গিয়ে দেখা যায়, মৌসুমী ফল ব্যবসায়ীরা দেশি জাতের লিচু বেচাকেনা করছেন। এসব লিচু আকারে ছোট ও অপরিপক্ব।
লিচু চাষি রায়হান হোসেন বলেন, এবার ঈশ্বরদীতে শতকরা ১০-২০ ভাগ গাছে লিচু ধরেছে। অতীতে কখনো লিচুর এমন ফলন বিপর্যয় দেখা যায়নি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে বোম্বাই লিচু বাজারে উঠবে। এখন যেসব লিচু বাজারে দেখা যাচ্ছে এগুলো দেশি লিচু (আঁটি লিচু) হিসেবে পরিচিত। এসব লিচুর গুণগত মান খুব বেশি উন্নত না এবং সুস্বাদু রসালোও না।
ঈশ্বরদী বাজারের লিচু বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ৫ দিন ধরে এখানে লিচু বিক্রি করছি। ১০০ লিচু ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ফল হিসেবে অনেকেই কিনছে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিচুচাষি আব্দুল জলিল কিতাব বলেন, আমার ৪৫ বছরের লিচু চাষের ইতিহাসে এমন ফলন বিপর্যয় দেখিনি। এখন বাজারে দেশি লিচু উঠতে শুরু করেছে। দুই সপ্তাহ পরে বোম্বাই লিচু উঠবে। অন্য বছর এসময় দেশি লিচুর বেচাকেনা জমজমাট হয়ে ওঠে। এবার লিচুর ফলন খুব কম। সেজন্য বেচাকেনা তেমন দেখা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ঈশ্বরদীতে তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচুর জাতের মধ্যে রয়েছে মোজাফ্ফর (দেশি), বোম্বাই ও চায়না। অন্যবারের তুলনায় এবার ফলন বেশ কম।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, জলবায়ু পরিবর্তন, বৈরি আবহাওয়া ও পরাগায়নের জটিলতার কারণে এবার লিচুর ফলন অন্যবারের তুলনায় কম। এখন বাজারে দেশি জাতের (মোফাজ্জর জাতের) লিচু উঠতে শুরু করেছে। বোম্বাই লিচু বাজারে আসতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে।