০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

বাফুফের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্স

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১১:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 2

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ গড়ার পথে আরও এক ধাপ এগোচ্ছে বাফুফে। সামিত সোমের ফিফা অনুমোদনের পর এবার দেশের জার্সিতে যুক্তরাষ্ট্র প্রবাসী যমজ দুই ফুটবলার রোনান ও ডেক্লাইন সুলিভানকে খেলানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব-১৮ দলের এই দুই প্রতিভাবান ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের মা হেইক বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত এবং বাবা ব্রেন্ডন সুলিভান একজন সাবেক পেশাদার ফুটবলার।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে বসেন ব্রেন্ডন সুলিভান। সেখানে তিনি জানতে চান, তার দুই ছেলেকে কিভাবে দ্রুত বাংলাদেশের হয়ে মাঠে নামানো সম্ভব।

বাফুফে জানায়, আগামী সেপ্টেম্বরের এএফসি অনূর্ধ্ব–২৩ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারকে সামনে রেখে আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রস্তুতি ক্যাম্প ডাকা হতে পারে। এই ক্যাম্পেই দেখা যেতে পারে সুলিভান যমজ ভাইদের।

বাফুফে জানায়, জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা দুই ফুটবলারের খেলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের ভিডিও ফুটেজ চেয়েছেন। কোচের মতে, রোনান ও ডেক্লাইন যথেষ্ট সম্ভাবনাময় এবং বয়সভিত্তিক জাতীয় দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা রাখে।

সব আলোচনার পর ব্রেন্ডন সুলিভান জানিয়েছেন, তার ছেলেরা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবং দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।

সুলিভান পরিবার ফুটবলের সঙ্গেই বড় হয়েছে। চার ভাই-ই ফুটবলার। বড় দুই ভাই কুইন ও কাভান যুক্তরাষ্ট্রের হয়ে খেলার পথে এগোচ্ছে এবং বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের মূল দলে রয়েছেন। ছোট দুই ভাই রোনান ও ডেক্লাইন বর্তমানে ওয়াইএসসি একাডেমির ছাত্র এবং সম্প্রতি ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব–১৮ দলে যোগ দিয়েছেন।

রোনান স্ট্রাইকার হিসেবে ৯ ম্যাচে ১১ গোল করে নিজের জাত চিনিয়েছেন। অন্যদিকে ডেক্লাইন খেলে মাঝমাঠে, যিনি বল কন্ট্রোল ও পাসিংয়ে দক্ষ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাফুফের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্স

আপডেট: ১১:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ গড়ার পথে আরও এক ধাপ এগোচ্ছে বাফুফে। সামিত সোমের ফিফা অনুমোদনের পর এবার দেশের জার্সিতে যুক্তরাষ্ট্র প্রবাসী যমজ দুই ফুটবলার রোনান ও ডেক্লাইন সুলিভানকে খেলানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব-১৮ দলের এই দুই প্রতিভাবান ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের মা হেইক বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত এবং বাবা ব্রেন্ডন সুলিভান একজন সাবেক পেশাদার ফুটবলার।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে বসেন ব্রেন্ডন সুলিভান। সেখানে তিনি জানতে চান, তার দুই ছেলেকে কিভাবে দ্রুত বাংলাদেশের হয়ে মাঠে নামানো সম্ভব।

বাফুফে জানায়, আগামী সেপ্টেম্বরের এএফসি অনূর্ধ্ব–২৩ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারকে সামনে রেখে আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রস্তুতি ক্যাম্প ডাকা হতে পারে। এই ক্যাম্পেই দেখা যেতে পারে সুলিভান যমজ ভাইদের।

বাফুফে জানায়, জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা দুই ফুটবলারের খেলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের ভিডিও ফুটেজ চেয়েছেন। কোচের মতে, রোনান ও ডেক্লাইন যথেষ্ট সম্ভাবনাময় এবং বয়সভিত্তিক জাতীয় দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা রাখে।

সব আলোচনার পর ব্রেন্ডন সুলিভান জানিয়েছেন, তার ছেলেরা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবং দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।

সুলিভান পরিবার ফুটবলের সঙ্গেই বড় হয়েছে। চার ভাই-ই ফুটবলার। বড় দুই ভাই কুইন ও কাভান যুক্তরাষ্ট্রের হয়ে খেলার পথে এগোচ্ছে এবং বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের মূল দলে রয়েছেন। ছোট দুই ভাই রোনান ও ডেক্লাইন বর্তমানে ওয়াইএসসি একাডেমির ছাত্র এবং সম্প্রতি ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব–১৮ দলে যোগ দিয়েছেন।

রোনান স্ট্রাইকার হিসেবে ৯ ম্যাচে ১১ গোল করে নিজের জাত চিনিয়েছেন। অন্যদিকে ডেক্লাইন খেলে মাঝমাঠে, যিনি বল কন্ট্রোল ও পাসিংয়ে দক্ষ।

শেয়ার করুন