বিটলসের সেই বিখ্যাত গিটার ৫১ বছর পর উদ্ধার

- আপডেট: ০৪:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 32
ভাঙাচোরা গিটারের নেক ফেটে গেছে, ব্রিজ ক্ষতবিক্ষত, প্লাকআপও আর কাজ করছে না – এমন এক গিটারের দিকেই এখন চোখ বিশ্বের কোটি কোটি বিটলস ভক্তের।তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে এই হফনার বাস গিটার।
বিটলসের ভক্তদেরও প্রত্যাশা ছিল বিখ্যাত গিটারটা যেন ফিরে আসে। লন্ডন থেকে চুরি হওয়া সেই গিটার প্রকৃত মালিকের কাছে ফিরে এলো ৫১ বছর পর।
১৯৭২ সালের অক্টোবর মাস থেকে লাপাত্তা ছিল ইংল্যান্ডের রক অ্যান্ড রোল ব্যান্ড দ্য বিটলসের এই গিটার। জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টারদের গ্রুপ তখন জনপ্রিয়তার তুঙ্গে। এমন এক সময়েই লন্ডনের নটিংহাম হিল থেকে চুরি হয়ে যায় বিখ্যাত কিছু গান রেকর্ডিংয়ে ব্যবহৃত এই বাদ্যযন্ত্র।
লেননের গিটার চুরি বিখ্যাত শিল্পী বা ব্যান্ডের গিটার চুরি হওয়া নতুন কিছু নয়। ২০১৫ সালে জন লেননের যে গিটারটি নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হলো, ষাটের দশকে বিটলসের হফনার বাস গিটারের মতো সেটিও চুরি হয়েছিল। দীর্ঘ দিন পর যিনি ফেরত দেন তার দাবি ছিল গিটারটি যে চুরি করা, তা না জেনেই এক জনের কাছ থেকে কিনেছিলেন।
১৯৬৩ সালের সুপারহিট ‘শি লাভস ইউ’, ‘মাই লাভিং’ এবং আরো অনেক গানে ব্যবহৃত গিটারটিকে মনে করা হয় ‘মোস্ট আইকনিক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট অব অল টাইম’। হারিয়ে যাওয়া সব বাদ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে আইকনিক হওয়ায় এই গিটার ফিরে পাওয়ার জন্য রীতিমতো এক বিশেষ দল গঠন করে উদ্ধার অভিযান চালায় বিটলস।সম্প্রতি সেই অভিযানই সাফল্যের মুখ দেখেছে, চুরি যাওয়া গিটার ফিরে এসেছে প্রকৃত মালিকদের কাছে।
গিটারটি ফিরে পাওয়ার জন্য ‘লস্ট বাস প্রোজেক্ট’ নামে বিশ্বব্যাপী অভিযানটি শুরু হয়েছিল গত বছর। অবশেষে নেক ফেটে গেছে, ব্রিজ ক্ষতবিক্ষত, প্লাকআপও আর কাজ করছে না- এমন অবস্থাতেই গিটারটি ফিরিয়ে দেন একজন। ‘লস্ট বাস প্রোজেক্ট’-এর নিক বাস এমন শোচনীয় অবস্থায গিটারটি পেয়েও ভীষণ খুশি।তার আশা, ফাটা নেক, ক্ষতবিক্ষত ব্রিজ, অকেজো প্লাকআপ- সবই ঠিক করা যাবে এবং আবার হারানো সুর ফিরবে প্রিয় তারযন্ত্রে।