বিশ্বকাপের উদ্বোধনী দিনেই বাংলাদেশ-ভারত মুখোমুখি

- আপডেট: ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / 20
সংগৃহীত ছবি
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। যদিও বিশ্বকাপের কোনো ম্যাচ নয়, শিরোপার লড়াই শুরুর আগেই টাইগারদের সামনে রোহিত শর্মার দল। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে দেখা হবে দু’দলের।
আজ শুক্রবার (১৭ মে) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এরপর ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে। পরের দিন শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, দিনের বাকি ম্যাচগুলোয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে।
এদিকে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। শুক্রবার (১৭ মে) ভোরে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রাখে তারা। বিশ্বকাপের আগে যেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১, ২৩ এবং ২৫ মে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।