০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে অচল শিক্ষা কার্যক্রম

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৬:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 20

পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ছবি : আব্দুর রহমান / ইউএনএ 

পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতের নবম দিনের মতো ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও সমাধানে সরকারের পক্ষ থেকে এখনো যোগাযোগ করা হয়নি। বিশ্ববিদ্যালয় অচল হয়ে ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। আন্দোলনরত শিক্ষকদের দাবি, ছুটির দিনে ক্লাস ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাড়তি ক্লাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব।

পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুমসহ বিভিন্ন কক্ষে ঝুলছে তালা। চিরচেনা ব্যস্ত ক্যাম্পাসে সুনসান নিরবতা। নেই শিক্ষার্থীদের কলকাকলী। এমন পরিস্থিতিতে সামনে সেশনজটসহ বিভিন্ন ধরনের জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের।

এদিকে, নবম দিনের মতো কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা।শিক্ষকদের দাবি, এই আন্দোলন যৌক্তিক। তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ। পরে রেলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে অচল শিক্ষা কার্যক্রম

আপডেট: ০৬:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ছবি : আব্দুর রহমান / ইউএনএ 

পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতের নবম দিনের মতো ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও সমাধানে সরকারের পক্ষ থেকে এখনো যোগাযোগ করা হয়নি। বিশ্ববিদ্যালয় অচল হয়ে ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। আন্দোলনরত শিক্ষকদের দাবি, ছুটির দিনে ক্লাস ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাড়তি ক্লাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব।

পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুমসহ বিভিন্ন কক্ষে ঝুলছে তালা। চিরচেনা ব্যস্ত ক্যাম্পাসে সুনসান নিরবতা। নেই শিক্ষার্থীদের কলকাকলী। এমন পরিস্থিতিতে সামনে সেশনজটসহ বিভিন্ন ধরনের জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের।

এদিকে, নবম দিনের মতো কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা।শিক্ষকদের দাবি, এই আন্দোলন যৌক্তিক। তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ। পরে রেলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

 

 

শেয়ার করুন