তিন দফা দাবি উত্থাপন
বুধবারের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ

- আপডেট: ০৯:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 3
তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) -ছবি : সংগৃহীত
আগামী সোমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন গঠন করে বুধবারের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
শনিবার দুপুরে তারা মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, হলপাড়া প্রদিক্ষণ করে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো-সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা ও দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করা।
এসময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সোমবারে মধ্যে ডাকসুর নির্বাচন কমিশন গঠন এবং বুধবারের মধ্যে তফসিল ঘোষণার আল্টিমেটাম দেন। তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা আমরা মেনে নেব না। নির্বাচন বানচালের কোনো চেষ্টাই সফল হবে না।
ভিসি-প্রক্টরের উদ্দেশে তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা নির্বাচন হতে পারে। কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না। যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন, তাহলে আপনারা এই আসনের যোগ্য না।
অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধিদল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তাদের বক্তব্য, আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না। প্রশাসনকে এখন কাজের অগ্রগতি নিয়ে আমাদের সামনে আসতে হবে।
পরে পাঁচ সদস্যের একটি প্রতিদিন দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
অন্যদিকে একই দাবিতে উপাচার্য বাংলোর সামনে চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন খালিদসহ একদল শিক্ষার্থী। অনশনরত অবস্থায় দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়।