০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে বিদায়ের ঘন্টা বাজলো শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ০২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 21

বৃষ্টিতে মাঠ পরিচর্যায় ব্যস্ত মাঠ কর্মীদের চেষ্টাও শ্রীলঙ্কা-নেপালের ম্যাচটি মাঠে গড়ায়নি। ছবি:সংগৃহীত 

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা লঙ্কানদের। তাই গ্রুপের অন্য দু’ম্যাচে জয় ছাড়া অন্য কোন বিকল্প ছিল না শ্রীলঙ্কার কাছে।সেই আশাটুকুও গুড়েবালি হলো বৃষ্টির কারনে।বেরসিক বৃষ্টির কারনে শ্রীলঙ্কা-নেপালের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক প্রকার বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেছে শ্রীলঙ্কার জন্য।

আবহাওয়ার পূর্বাভাস আগেই জানিয়েছিল, এই ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। হলো সেটাই। ফ্লোরিডায় লডারহিলে এ ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ;তারপরেও ম্যাচে মাঠে গড়ানোর বাঁধা সময় ছিল রাত ১০টা ৪৭ মিনিট।

সময়ের সঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ১০টা ৪৭ মিনিটের মধ্যে ম্যাচ শুরু সম্ভবনা নেয় বিধায় রাত ৮টা ৩০ মিনিটেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। আর তাতেই শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়ার স্বপ্ন আরও দুঃস্বপ্নে পরিনত হয়।

এ ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে উঠলো দক্ষিণ আফ্রিকা।আর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্ককা বিদায় নির্ভর করবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচে। 

যে বৃষ্টি শ্রীলঙ্কাকে বিদায়ের ঘন্টা বাজিয়েছে সেই বৃষ্টি পারে বাংলাদেশ- নেদারল্যান্ডসের ম্যাচ পরিত্যক্ত হওয়ার মাধ্যমে শেষ আশা বাচিয়ে রাখতে।আর যদি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোনো দল জিতে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিবে শ্রীলঙ্কা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে বিদায়ের ঘন্টা বাজলো শ্রীলঙ্কার

আপডেট: ০২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

বৃষ্টিতে মাঠ পরিচর্যায় ব্যস্ত মাঠ কর্মীদের চেষ্টাও শ্রীলঙ্কা-নেপালের ম্যাচটি মাঠে গড়ায়নি। ছবি:সংগৃহীত 

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা লঙ্কানদের। তাই গ্রুপের অন্য দু’ম্যাচে জয় ছাড়া অন্য কোন বিকল্প ছিল না শ্রীলঙ্কার কাছে।সেই আশাটুকুও গুড়েবালি হলো বৃষ্টির কারনে।বেরসিক বৃষ্টির কারনে শ্রীলঙ্কা-নেপালের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক প্রকার বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেছে শ্রীলঙ্কার জন্য।

আবহাওয়ার পূর্বাভাস আগেই জানিয়েছিল, এই ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। হলো সেটাই। ফ্লোরিডায় লডারহিলে এ ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ;তারপরেও ম্যাচে মাঠে গড়ানোর বাঁধা সময় ছিল রাত ১০টা ৪৭ মিনিট।

সময়ের সঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ১০টা ৪৭ মিনিটের মধ্যে ম্যাচ শুরু সম্ভবনা নেয় বিধায় রাত ৮টা ৩০ মিনিটেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। আর তাতেই শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়ার স্বপ্ন আরও দুঃস্বপ্নে পরিনত হয়।

এ ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে উঠলো দক্ষিণ আফ্রিকা।আর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্ককা বিদায় নির্ভর করবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচে। 

যে বৃষ্টি শ্রীলঙ্কাকে বিদায়ের ঘন্টা বাজিয়েছে সেই বৃষ্টি পারে বাংলাদেশ- নেদারল্যান্ডসের ম্যাচ পরিত্যক্ত হওয়ার মাধ্যমে শেষ আশা বাচিয়ে রাখতে।আর যদি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোনো দল জিতে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিবে শ্রীলঙ্কা।

শেয়ার করুন