১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা

বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামির পরীক্ষা হবে

ইউএনএ প্রতিনিধি, মাগুরা
  • আপডেট: ০৭:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 4

ছবি : সংগৃহীত

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা বুধবার ফরেনসিক দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এবং মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্য পর্ব সমাপ্ত হলো। বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামির পরীক্ষা হবে। দেশব্যাপী বহুল আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় নবম দিনে আদালতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক দুই চিকিৎসক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত করেছেন রাষ্ট্রপক্ষ।

বুধবার (৭ মে) সকালে নবম দিনে মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এ দুই চিকিৎকের সাক্ষ্য গ্রহণ করেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে সকালে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মমতাজ আরা ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার দেবিকা রায় উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।

আজ ৮ মে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হবে। তিনি আশা করেন সাক্ষ্য ও অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা দিবেন আদালত।

প্রসঙ্গত, গত ১ মার্চ শনিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শশুরবাড়ি বেড়াতে এসে (৬ মার্চ) সকালে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এ ঘটনার পর ৪ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা আয়েশা আক্তার। এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার প্রধান আসামি হিটু শেখ ১৫ মার্চ বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দেয়।

পরবর্তীতে গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ৪ আসামি আছিয়ার বোনের শশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া গত ২৩ এপ্রিল এ মামলার চার্জ গঠন করেন আদালত। গত ২৭ এপ্রিল বাদীসহ ৩ জনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষীর কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা

বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামির পরীক্ষা হবে

আপডেট: ০৭:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ছবি : সংগৃহীত

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা বুধবার ফরেনসিক দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এবং মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্য পর্ব সমাপ্ত হলো। বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামির পরীক্ষা হবে। দেশব্যাপী বহুল আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় নবম দিনে আদালতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক দুই চিকিৎসক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত করেছেন রাষ্ট্রপক্ষ।

বুধবার (৭ মে) সকালে নবম দিনে মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এ দুই চিকিৎকের সাক্ষ্য গ্রহণ করেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে সকালে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মমতাজ আরা ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার দেবিকা রায় উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।

আজ ৮ মে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হবে। তিনি আশা করেন সাক্ষ্য ও অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা দিবেন আদালত।

প্রসঙ্গত, গত ১ মার্চ শনিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শশুরবাড়ি বেড়াতে এসে (৬ মার্চ) সকালে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এ ঘটনার পর ৪ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা আয়েশা আক্তার। এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার প্রধান আসামি হিটু শেখ ১৫ মার্চ বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দেয়।

পরবর্তীতে গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ৪ আসামি আছিয়ার বোনের শশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া গত ২৩ এপ্রিল এ মামলার চার্জ গঠন করেন আদালত। গত ২৭ এপ্রিল বাদীসহ ৩ জনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষীর কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন