ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

- আপডেট: ০৩:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / 12
সংগৃহীত ছবি
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দফায় হচ্ছে ১৩ রাজ্যের ৮৮টি আসনে।
শুক্রবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট রয়েছে। রাজ্যটির রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোটগ্রহণ চলছে। এ ছাড়া ভোট হচ্ছে আসাম, বিহার, ছত্তীসগঢ়, কর্নাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও মহারাষ্ট্রে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দ্বিতীয় দফার ভোটে একাধিক ‘হেভিওয়েট’ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নিঃসন্দেহে এর মধ্যে প্রথম নাম রাহুল গান্ধীর। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন। এই আসনে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কে সুরেন্দ্রনকে। অন্যদিকে সিপিআইয়ের অ্যানি রাজাও রয়েছেন তার বিরুদ্ধে লড়াইয়ে। জোরদার লড়াই হতে পারে এবার কেরালার এই আসনে।
আসামের পাঁচটি আসন, বিহারের পাঁচটি আসন, ছত্তীসগঢ়ের তিনটি আসন, কর্নাটকের ১৪টি আসন, কেরালার ২০টি আসন, মধ্যপ্রদেশের সাতটি আসন, রাজস্থানের ১৩টি আসন, ত্রিপুরার একটি আসন, উত্তরপ্রদেশের আটটি আসন, মণিপুরের একটি আসন, জম্মু ও কাশ্মীরের একটি আসন ও মহারাষ্ট্রের আটটি আসনে ভোট হচ্ছে।
মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর ও আউটার মণিপুর। নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আউটার মণিপুরের একাংশে ভোট হয়েছে ১৯ তারিখ। বাকি অংশে ভোটগ্রহণ হচ্ছে আজ।
জানা গেছে, ভারতের ৮৯টি আসনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অশান্তি এড়াতে বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ জুন ভোটের গণনা ও ফলঘোষণা হবে।