ভারতে তীব্র স্রোতে ভেসে গেছে সেনাবাহিনীর ট্যাংক, ৫ সেনার মৃত্যু

- আপডেট: ০৫:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / 27
ফাইল ছবি
ভারতের লাদাখে নদী পার হওয়ার সময় তীব্র স্রোতে ভেসে গেছে দেশটির সেনাবাহিনীর একটি ট্যাংক। এতে মৃত্যু হয়েছে ট্যাংকের ভেতরে থাকা পাঁচ সেনার। শনিবার ভোররাতে পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় চীন সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় সৈন্যরা ট্যাংক মহড়ার অংশ হিসেবে লাদাখের নাইওমা-চুশূল এলাকার একটি নদী পার হচ্ছিলেন। আকস্মিক তীব্র স্রোতে ট্যাংকটি ভেসে যায়। এ সময় ট্যাংকটিতে চার সেনা ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার অবস্থান করছিলেন। ভারত-চীনের মধ্যকার সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছেই এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, নাইওমা-চুশূল এলাকায় পানির স্রোতে ভেসে যাওয়া ট্যাংকটি ছিল টি-৭২ মডেলের। নদী পার হওয়ার সময় পানি অল্প থাকলেও হঠাৎ করেই উজান থেকে তীব্র বেগে পানি নেমে আসে। আর এতেই সলিলসমাধি ঘটে পাঁচ সেনার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাদের প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি বলেন, আমাদের জাতির এই বীর সন্তানদের নজিরবিহীন সেবার কথা আমরা কখনোই ভুলব না।