০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 39

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রশাসনিক কোঅর্ডিনেটরের পদত্যাগের দাবিতে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি : ইউএনএ

রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াসিউল ইসলাম ও প্রশাসনিক কোঅর্ডিনেটর মোহাম্মদ মুক্তাদিরের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৪টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে বিরোধিতা করেছেন ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠ সহচর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াসিউল মাসুম ও প্রশাসনিক কো–অর্ডিনেটর মোহাম্মদ মুক্তাদির।

সাধারণ ছাত্ররা জানায় মুক্তাদির প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে বলেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এবং শিক্ষার্থীদের নানা রকম ভয় ভীতি প্রদর্শন করেন।

ছাত্রদের অভিযোগ, তারা গাভনিং বডি কে ব্যবহার করে তাদের ছত্রছায়ায় সীমাহীন দুর্নীতিতে জড়ান। তারা প্রতিষ্ঠানের মধ্যে অরাজকতা এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন। তাদের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়।

তাদের শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার্থীরা তাদের পদত্যাগ চায়।

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

আপডেট: ০৯:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রশাসনিক কোঅর্ডিনেটরের পদত্যাগের দাবিতে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি : ইউএনএ

রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াসিউল ইসলাম ও প্রশাসনিক কোঅর্ডিনেটর মোহাম্মদ মুক্তাদিরের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৪টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে বিরোধিতা করেছেন ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠ সহচর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াসিউল মাসুম ও প্রশাসনিক কো–অর্ডিনেটর মোহাম্মদ মুক্তাদির।

সাধারণ ছাত্ররা জানায় মুক্তাদির প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে বলেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এবং শিক্ষার্থীদের নানা রকম ভয় ভীতি প্রদর্শন করেন।

ছাত্রদের অভিযোগ, তারা গাভনিং বডি কে ব্যবহার করে তাদের ছত্রছায়ায় সীমাহীন দুর্নীতিতে জড়ান। তারা প্রতিষ্ঠানের মধ্যে অরাজকতা এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন। তাদের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়।

তাদের শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার্থীরা তাদের পদত্যাগ চায়।

 

 

শেয়ার করুন