০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ভুয়া ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিব্রত মিশা সওদাগর

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 2

হাসপাতালের বেডে অভিনেতা মিশা সওদাগর -ছবি: সংগৃহীত

বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় জনতার হাতে মার খাচ্ছেন। অনেকে দাবি করেন, ওই ব্যক্তি জনপ্রিয় খলনায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর।

এর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে হাসপাতালে শুয়ে থাকা একটি ছবিও। যা দেখে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন সত্যিই হয়তো মিশার ওপর হামলা হয়েছে।

যা ভাইরাল হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি মিশা সওদাগর নন। এ বিষয়ে মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে বলেছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। এর সঙ্গে মিশা ভাইয়ের কোনো সম্পর্ক নেই।

তবে ঢালিউডের একটি সূত্র জানিয়েছে, মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকৎসা নিচ্ছেন।

বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে। যা দেখে অনেকে মনে করছেন আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেন, মারধরের ভিডিওটি সত্য নয়। তার নামে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই ছবিটি তোলা।

প্রায় ৯ বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভুয়া ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিব্রত মিশা সওদাগর

আপডেট: ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

হাসপাতালের বেডে অভিনেতা মিশা সওদাগর -ছবি: সংগৃহীত

বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় জনতার হাতে মার খাচ্ছেন। অনেকে দাবি করেন, ওই ব্যক্তি জনপ্রিয় খলনায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর।

এর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে হাসপাতালে শুয়ে থাকা একটি ছবিও। যা দেখে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন সত্যিই হয়তো মিশার ওপর হামলা হয়েছে।

যা ভাইরাল হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি মিশা সওদাগর নন। এ বিষয়ে মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে বলেছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। এর সঙ্গে মিশা ভাইয়ের কোনো সম্পর্ক নেই।

তবে ঢালিউডের একটি সূত্র জানিয়েছে, মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকৎসা নিচ্ছেন।

বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে। যা দেখে অনেকে মনে করছেন আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেন, মারধরের ভিডিওটি সত্য নয়। তার নামে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই ছবিটি তোলা।

প্রায় ৯ বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

শেয়ার করুন