০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০১:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / 24

কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ছবি – সংগ্রহীত 

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তাই বেড়েছে যানবাহনের চাপ। আজ রোববার সকালে সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেনের কাজ চলমান থাকায় ভোর থেকে এ যানজট দেখা দেয়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

এদিকে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারে সে জন্য নিরলসভাবে কাজ করছে পুলিশ।

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট

আপডেট: ০১:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ছবি – সংগ্রহীত 

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তাই বেড়েছে যানবাহনের চাপ। আজ রোববার সকালে সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেনের কাজ চলমান থাকায় ভোর থেকে এ যানজট দেখা দেয়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

এদিকে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারে সে জন্য নিরলসভাবে কাজ করছে পুলিশ।

 

 

শেয়ার করুন