মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৪ জন

- আপডেট: ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 25
ছবি :সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাইক্রোবাস, পিকআপ ও ডাম্প ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের বারঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন- মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের ১১ মাস বয়সী শিশু রাইসা, ৬৫ বছর বয়সী ফজিলাতুন্নেছা, বিজয়নগরের বুদন্তী গ্রামের রিয়াদ মিয়া এবং নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাসচালক পাভেল মিয়া (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুর গ্রামের আবু হানিফ ও তার পরিবার, যারা সৌদি আরব থেকে ওমরাহ হজ পালন করে ফিরছিলেন, মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে মাধবপুরের বারঘরিয়া এলাকায় একটি বালুবাহী ডাম্প ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর একটি পিকআপ ভ্যান এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়, যার ফলে মাইক্রোবাসটি উল্টে যায়। দুর্ঘটনায় ফজিলাতুন্নেছা, রিয়াদ মিয়া এবং শিশু রাইসা ঘটনাস্থলেই মারা যান, এবং মাইক্রোবাস চালক পাভেল মিয়া হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
খাটিয়াতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন পুলিশ জব্দ করেছে, তবে ডাম্প ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছে।