মাভাবিপ্রবির হল খুলে দেবার দাবি জানিয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

- আপডেট: ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / 24
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।ছবি : ইউএনএ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্দোলনরত বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে ক্যাম্পাসের প্রতিটি হল খুলে দেবার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এর আগে, ৩রা আগষ্ট, শনিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন। উক্ত সমাবেশ শেষে বিকাল ৪ ঘটিকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যান। এরপর তারা ১২ ঘন্টার আল্টিমেটাম জারি করে প্রক্টর বরাবর একটি দরখাস্ত পেশ করেন। উক্ত দরখাস্তে উল্লেখিত সময়ের মধ্যে হলের দ্বার খুলে দেবার জোর দাবি জানানো হয়।
এর আগে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের জন্য গত ১৮ ই জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মাভাবিপ্রবি প্রশাসন।