মা দিবসে সুখবর দিলেন ফারিয়া শাহরিন

- আপডেট: ০২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / 19
ফাইল ছবি
ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিশ্ব মা দিবসে অনুরাগীদের জন্য সুখবর দিলেন এই অভিনেত্রী। জানালেন, মা হতে চলেছেন তিনি। আজ রোববার নিজের ফেসবুকে মা হওয়ার এ খবর জানান ফারিয়া।ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। ফারিয়ার এমন খবর শুনে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২০২৩ সালে। এ অভিনেত্রী বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানোর ব্যাপার না। মনে হচ্ছে যেন স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই। ফারিয়া শাহরিন বলেন, ফেসবুকে কোনো পোস্ট দেয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই।
কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না।
তিনি বলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পিছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।