০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

মিডফিল্ডের কান্ডারি ক্রুস ও মদ্রিচের সাথে নতুন চুক্তিতে যাচ্ছে রিয়াল

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ০৫:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 24

ছবি সংগৃহীত 

আগামী জুনে রিয়ালের সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে টনি ক্রুস ও লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদকে অনেক বছর যাবত মিডফিল্ডের কান্ডারি হিসেবে পারফরম্যান্স করছে এই দু’জন।তবে বিগত কয়েক বছর ধরে রিয়ালে আগত ভালভার্দে,চুয়ামিনি ও কামাভিঙ্গার মত তরুন মিডফিল্ডাররাও ভালই সামলাচ্ছে মাঝ মাঠ। তাই প্রশ্ন উঠেছে তরুনদের মাঝে কতদিন টিকে থাকবে ক্রুস ও মদ্রিচরা।

দুজন আছেন আবার ভিন্ন বাস্তবতায়। ক্রুস যেমন অবসর নেবেন নাকি চুক্তি করবেন, তা নিয়ে অনিশ্চিত। আর মদ্রিচের ব্যাপারটা নির্ভর করছে রিয়ালের তাকে প্রস্তাব দেওয়ার ওপর।এর মধ্যে শোনা গিয়েছিল উভয় তারকাকে না রেখে যেকোনো একজনকে নাকি রাখার পক্ষে রিয়াল। তার মধ্যে বেশি এগিয়ে ৩৪ বছর বয়সী ক্রুস। আর ৩৮ বছর বয়সী মদ্রিচের ব্যাপারে খবর এসেছিল যে, রিয়ালের হয়ে খেলা চালিয়ে যেতে নাকি বেতন অর্ধেক কমাতে রাজি এই ক্রোয়াট।

তবে মার্কার এক প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত দুজনের সাথেই এক বছরের নতুন চুক্তি করতে যাচ্ছে রিয়াল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি ব্যক্তিগতভাবে এই দুই খেলোয়াড়কে চুক্তি করার ব্যাপারে কথা বলেছেন। তবে মদ্রিচের বেতন কমে যাবে কিনা, সেই ব্যাপারে কিছু বলা হয়নি।

স্পেনের সফলতম ক্লাবটির হয়ে এই দুজন একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মিডফিল্ডের কান্ডারি ক্রুস ও মদ্রিচের সাথে নতুন চুক্তিতে যাচ্ছে রিয়াল

আপডেট: ০৫:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ছবি সংগৃহীত 

আগামী জুনে রিয়ালের সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে টনি ক্রুস ও লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদকে অনেক বছর যাবত মিডফিল্ডের কান্ডারি হিসেবে পারফরম্যান্স করছে এই দু’জন।তবে বিগত কয়েক বছর ধরে রিয়ালে আগত ভালভার্দে,চুয়ামিনি ও কামাভিঙ্গার মত তরুন মিডফিল্ডাররাও ভালই সামলাচ্ছে মাঝ মাঠ। তাই প্রশ্ন উঠেছে তরুনদের মাঝে কতদিন টিকে থাকবে ক্রুস ও মদ্রিচরা।

দুজন আছেন আবার ভিন্ন বাস্তবতায়। ক্রুস যেমন অবসর নেবেন নাকি চুক্তি করবেন, তা নিয়ে অনিশ্চিত। আর মদ্রিচের ব্যাপারটা নির্ভর করছে রিয়ালের তাকে প্রস্তাব দেওয়ার ওপর।এর মধ্যে শোনা গিয়েছিল উভয় তারকাকে না রেখে যেকোনো একজনকে নাকি রাখার পক্ষে রিয়াল। তার মধ্যে বেশি এগিয়ে ৩৪ বছর বয়সী ক্রুস। আর ৩৮ বছর বয়সী মদ্রিচের ব্যাপারে খবর এসেছিল যে, রিয়ালের হয়ে খেলা চালিয়ে যেতে নাকি বেতন অর্ধেক কমাতে রাজি এই ক্রোয়াট।

তবে মার্কার এক প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত দুজনের সাথেই এক বছরের নতুন চুক্তি করতে যাচ্ছে রিয়াল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি ব্যক্তিগতভাবে এই দুই খেলোয়াড়কে চুক্তি করার ব্যাপারে কথা বলেছেন। তবে মদ্রিচের বেতন কমে যাবে কিনা, সেই ব্যাপারে কিছু বলা হয়নি।

স্পেনের সফলতম ক্লাবটির হয়ে এই দুজন একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই।

 

শেয়ার করুন