০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মেয়র হিসেবে শপথ নিতে পারছেন না ইশরাক

ইউএনএ নিউজ প্রতিবেদক
  • আপডেট: ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 2

বিএনপি নেতা ইশরাক হোসেন -ছবি : সংগৃহীত

মেয়র হিসেবে আপাতত শপথ নিতে পারছেন না বিএনপি নেতা ইশরাক হোসেন। তার শপথ নেওয়া ঠেকাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার নামে গেজেট প্রকাশ এবং শপথ অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে নোটিশে।

এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, রোববার (২৭ এপ্রিল) বিকেলে এই নোটিশ পাঠানো হয় ঢাকার কাকরাইলের দুই বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে।

তবে আইনজীবীর দাবি নোটিশ পাঠানোর পরপরই রোববার রাতেই নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করেছে।

আইনজীবী মনিরুজ্জামান বলেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায় প্রকাশের পর আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন রায়টির বিরুদ্ধে আপিল করবে বা রিভিউ চাইবে। কিন্তু তারা সেটি না করে দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করেছে যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ। তার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে সেটি বাস্তবায়নের সুযোগ নেই। কারণ, সংশ্লিষ্ট মেয়রের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে এবং মেয়রের পদ পূর্বে শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে এমন রায় বাস্তবায়নের কোনো মানে হয় না।

নোটিশটি পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, বিচারক মো. নুরুল ইসলাম ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে।

উল্লেখ্য, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে, সম্প্রতি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেন এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মেয়র হিসেবে শপথ নিতে পারছেন না ইশরাক

আপডেট: ১২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেন -ছবি : সংগৃহীত

মেয়র হিসেবে আপাতত শপথ নিতে পারছেন না বিএনপি নেতা ইশরাক হোসেন। তার শপথ নেওয়া ঠেকাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার নামে গেজেট প্রকাশ এবং শপথ অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে নোটিশে।

এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, রোববার (২৭ এপ্রিল) বিকেলে এই নোটিশ পাঠানো হয় ঢাকার কাকরাইলের দুই বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে।

তবে আইনজীবীর দাবি নোটিশ পাঠানোর পরপরই রোববার রাতেই নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করেছে।

আইনজীবী মনিরুজ্জামান বলেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায় প্রকাশের পর আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন রায়টির বিরুদ্ধে আপিল করবে বা রিভিউ চাইবে। কিন্তু তারা সেটি না করে দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করেছে যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ। তার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে সেটি বাস্তবায়নের সুযোগ নেই। কারণ, সংশ্লিষ্ট মেয়রের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে এবং মেয়রের পদ পূর্বে শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে এমন রায় বাস্তবায়নের কোনো মানে হয় না।

নোটিশটি পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, বিচারক মো. নুরুল ইসলাম ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে।

উল্লেখ্য, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে, সম্প্রতি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেন এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

শেয়ার করুন