মোটরবাইক দুর্ঘটনায় আহত চেক প্রেসিডেন্ট

- আপডেট: ১২:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 21
ফাইল ছবি
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে তাঁর কার্যালয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল বৃহস্পতিবার মোটরবাইক দুর্ঘটনার পর প্রাগের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তার আঘাত ‘গুরুতর নয়’ বলে তার অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্ম এক্স-এ জানিয়েছে।
৬২ বছর বয়সী পেত্র পাভেল ২০২৩ সালের মার্চ মাস থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন এবং দুর্ঘটনার পর তাকে এখন হাসপাতালে থাকতে হবে। তবে কতদিন হাসপাতালে অবস্থান করতে হবে তা নির্দিষ্ট নয়।
পাভেলের অফিস বলেছে, ‘তার আঘাত গুরুতর নয়, তবে প্রাগের মিলিটারি ইউনিভার্সিটি হাসপাতালে তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণের প্রয়োজন হবে।’
প্রেসিডেন্ট পেত্র পাভেলের মুখপাত্র ভিট কোলার সরকারি চেক টিভিকে বলেন, পাভেল আগামী ‘কয়েক দিন’ হাসপাতালে কাটাবেন। আর তাই তার পূর্ব নির্ধারিত কর্মসূচির ওপর প্রভাব হবে বেশ নগণ্য। এটি শুক্রবার, শনিবার এবং রোববার পর্যন্ত হতে পারে। তাই এটি উল্লেখযোগ্য কোনও প্রভাব ফেলবে না বলে আমরা বিশ্বাস করি।
তিনি চেক টিভিকে আরও বলেন, প্রেসিডেন্ট পাভেল আগামী সপ্তাহে বিদেশ সফরের জন্য উপযুক্ত কিনা সেটিও ‘আমরা দেখব’। পাভেলের কার্যালয় বৃহস্পতিবার জানায়, প্রেসিডেন্ট জর্ডান সফরে যাবেন। তবে এই সফরটি পরের সপ্তাহের জন্য পরিকল্পনা করা হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এছাড়া পাভেল আগামী বৃহস্পতিবার প্রাগে এক অনানুষ্ঠানিক বৈঠকে যোগদানকারী ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও দেখা করবেন বলে একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে।
চেক মিডিয়া বলেছে, প্রেসিডেন্ট পাভেলের মোটরবাইক একটি বন্ধ রেসিং সার্কিটে ধাক্কা দিয়েছে এবং পুলিশ তাই এই দুর্ঘটনাটি তদন্ত করছে না।
এএফপি বলছে, মোটরসাইকেল চালাতে নিজের আবেগের জন্য পরিচিত সাবেক ন্যাটো জেনারেল পাভেল। চেক রিপাবলিকের এই প্রেসিডেন্ট বর্তমানে একটি বিএমডব্লিউ আর ১২০০ জিএস (BMW R1200 GS) মডেলের মোটরবাইক চালাচ্ছেন।