ম্যানসিটির পুনরাবৃত্তি নাকি আর্সেনালের শিরোপা দুর্গ উদ্ধার

- আপডেট: ০৫:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 21
ছবি: সংগৃহীত
মৌসুমের শেষ ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পর্দা নামছে আজ।যদিও শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কে হবে এবারের চ্যাম্পিয়ন। অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে বিগত দশকের টপ ফেবারিট ক্লাব ম্যানসিটি ও প্রিমিয়ার লিগের ইতিহাস সমৃদ্ধ ক্লাব আর্সেনাল।
ম্যানসিটি কে শিরোপা পুনরুদ্ধারের মাধ্যমে টানা চার বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তে হলে ওয়েস্টহ্যামের বিপক্ষে জয় হলে হবে।যদি ম্যানসিটির ম্যাচটি ড্র করে তাহলে আর্সেনালকে এভারটনের বিপক্ষে হারলে বা ড্র করলে হবে, আর যদি ম্যানসিটি ড্রয়ের ফলে আর্সেনাল জয়ী হয় তাহলে দু’দলের সমান পয়েন্ট দাঁড়াবে,ফলে গোল ব্যাবধানে যে এগিয়ে থাকবে সে জয়ী হবে। অপরদিকে ম্যানসিটি হারলে ও আর্সেনাল জয়ী হলে শিরোপা উঠবে আর্সেনালের ঘরে।
বর্তমানে ম্যানসিটির পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৮ ও গোল ব্যাবধান ৬০।সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮৬ ও গোল ব্যবধান ৬১।
এদিকে প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ৪ দল নির্ধারিত হয়ে গেছে। অপরদিকে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের নির্ধারিত দলগুলোর জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হবে।
এছাড়াও আজকের ম্যাচ দিয়ে লিভারপুলের অধ্যায়ের ইতি টানবেন ইয়ুর্গেন ক্লপ। তিনি লিভারপুল কে প্রিমিয়ার লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অবদান রেখেছেন।