০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

যাত্রা শুরু রোনাল্ডো-পুত্রের

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০১:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 2

পিতা, পুত্র একসঙ্গে -ছবি : সংগৃহীত

পিতা পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার দেখানো পথেই হাঁটতে শুরু করেছে পুত্র। দেশের হয়ে প্রথম বার খেলার সুযোগ পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুত্র। পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে সে।

ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসেরে খেলেন রোনাল্ডো। সেই ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলে খেলে রোনাল্ডোর পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। সেখানে বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে সে। ফরোয়ার্ডের ভূমিকায় খেলে রোনাল্ডো-পুত্র। তার গোলের চোখ মন্দ নয়। সেটাই নজর কেড়েছে পর্তুগালের জাতীয় দলের কোচের। তাই ডাকা হয়েছে তাকে।

১৩ থেকে ১৮ মে ক্রোয়েশিয়ায় ‘ভ্লাটকো মার্কোভিচ ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা হবে। সেখানে পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। পর্তুগাল ছাড়া আরও চারটি দেশের খেলার যোগ্যতা রয়েছে রোনাল্ডো-পুত্রের। আমেরিকা, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দের হয়েও খেলতে পারে সে। তবে শুরুতে বাবার দেশকেই বেছে নিয়েছে জুনিয়র।

পুত্রের এই কীর্তিতে খুশি পিতা রোনাল্ডো। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। তবে কি ভবিষ্যতে পিতা-পুত্রকে একদলে দেখা যাবে? সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এ প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, আমি চাই সেটা হোক। আমার খুব ভাল লাগবে। তবে এমন নয় যে সেটা না হলে আমার রাতের ঘুম উড়ে যাবে। দেখা যাক কী হয়। এটা তো আর আমার হাতে নেই।

৪০ বছরের রোনাল্ডো এখনও পর্তুগালের জাতীয় দলে খেলছেন। কবে অবসর নেবেন তিনি জানাননি। আগামী বছর আমেরিকায় ফুটবল বিশ্বকাপেও খেলতে পারেন তিনি। পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। সেই লক্ষ্যেই পরের বছর নামতে পারেন তিনি। তবে বিশ্বকাপ এখনও দেরি আছে। ফলে তত দিনে রোনাল্ডোর ফর্ম কেমন থাকে সে দিকে নজর থাকবে ফুটবলবিশ্বের।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যাত্রা শুরু রোনাল্ডো-পুত্রের

আপডেট: ০১:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

পিতা, পুত্র একসঙ্গে -ছবি : সংগৃহীত

পিতা পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার দেখানো পথেই হাঁটতে শুরু করেছে পুত্র। দেশের হয়ে প্রথম বার খেলার সুযোগ পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুত্র। পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে সে।

ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসেরে খেলেন রোনাল্ডো। সেই ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলে খেলে রোনাল্ডোর পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। সেখানে বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে সে। ফরোয়ার্ডের ভূমিকায় খেলে রোনাল্ডো-পুত্র। তার গোলের চোখ মন্দ নয়। সেটাই নজর কেড়েছে পর্তুগালের জাতীয় দলের কোচের। তাই ডাকা হয়েছে তাকে।

১৩ থেকে ১৮ মে ক্রোয়েশিয়ায় ‘ভ্লাটকো মার্কোভিচ ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা হবে। সেখানে পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। পর্তুগাল ছাড়া আরও চারটি দেশের খেলার যোগ্যতা রয়েছে রোনাল্ডো-পুত্রের। আমেরিকা, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দের হয়েও খেলতে পারে সে। তবে শুরুতে বাবার দেশকেই বেছে নিয়েছে জুনিয়র।

পুত্রের এই কীর্তিতে খুশি পিতা রোনাল্ডো। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। তবে কি ভবিষ্যতে পিতা-পুত্রকে একদলে দেখা যাবে? সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এ প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, আমি চাই সেটা হোক। আমার খুব ভাল লাগবে। তবে এমন নয় যে সেটা না হলে আমার রাতের ঘুম উড়ে যাবে। দেখা যাক কী হয়। এটা তো আর আমার হাতে নেই।

৪০ বছরের রোনাল্ডো এখনও পর্তুগালের জাতীয় দলে খেলছেন। কবে অবসর নেবেন তিনি জানাননি। আগামী বছর আমেরিকায় ফুটবল বিশ্বকাপেও খেলতে পারেন তিনি। পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। সেই লক্ষ্যেই পরের বছর নামতে পারেন তিনি। তবে বিশ্বকাপ এখনও দেরি আছে। ফলে তত দিনে রোনাল্ডোর ফর্ম কেমন থাকে সে দিকে নজর থাকবে ফুটবলবিশ্বের।

শেয়ার করুন