০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 7

রাশিয়া ও ইউক্রেন তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা-ফাইল ফটো

রাশিয়া ও ইউক্রেন তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনার পর প্রত্যেকে এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বন্দি বিনিময়ের তারিখ নির্ধারিত হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করা হচ্ছে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করার অনুরোধ করেছে ইউক্রেন। মস্কো এই অনুরোধটি বিবেচনা করেছে বলে জানিয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও ছিলেন। তিনি আলোচনা মধ্যস্থতাও করেন। আলোচনার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়েও কিছু আলোচনা হয়েছে।

আলোচনার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ যুদ্ধবন্দি বিনিময় সংক্রান্ত চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুরোপুরি মনোযোগী।

তিনি বলেন, রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার দ্বিতীয় উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা। পরবর্তী ধাপ হওয়া উচিত প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে একটি বৈঠক।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওর্হি টিখিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, রাশিয়া নতুন কোনো দাবি তুলেছে কি না। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, রাশিয়ার কিছু দাবি ছিল যা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনা শেষে যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে দেখা করতে আগ্রহী।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

আপডেট: ১২:৩৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রাশিয়া ও ইউক্রেন তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা-ফাইল ফটো

রাশিয়া ও ইউক্রেন তিন বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনার পর প্রত্যেকে এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বন্দি বিনিময়ের তারিখ নির্ধারিত হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করা হচ্ছে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করার অনুরোধ করেছে ইউক্রেন। মস্কো এই অনুরোধটি বিবেচনা করেছে বলে জানিয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও ছিলেন। তিনি আলোচনা মধ্যস্থতাও করেন। আলোচনার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়েও কিছু আলোচনা হয়েছে।

আলোচনার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ যুদ্ধবন্দি বিনিময় সংক্রান্ত চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুরোপুরি মনোযোগী।

তিনি বলেন, রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার দ্বিতীয় উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা। পরবর্তী ধাপ হওয়া উচিত প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে একটি বৈঠক।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওর্হি টিখিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, রাশিয়া নতুন কোনো দাবি তুলেছে কি না। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, রাশিয়ার কিছু দাবি ছিল যা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনা শেষে যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে দেখা করতে আগ্রহী।

শেয়ার করুন