০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রহস্যময় স্ট্যাটাস মাহিয়া মাহির

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০২:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 1

ছবি : সংগৃহীত

গত এক বছর মিডিয়াতে তেমন সরব ছিলেন না। ২০২৪ সালের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের। পুরো মিডিয়া থেকে দূরে ছিলেন ছেলেকে নিয়ে।

এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

দেখা গেছে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকতে চান মাহি। এদিকে মাহির এ স্ট্যাটাস দেওয়ার পর তা নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।

অবশ্য মাহিয়া মাহি বরাবরই সম্পর্ক ভাঙা-গড়া কিংবা বিচ্ছেদ নিয়ে কখনো কোনো রাখঢাক রাখেন না। প্রেমে পড়লে কিংবা সম্পর্কের বিচ্ছেদ হলে নিজেই তা জানান দেন। এখন অপেক্ষা, কবে নতুন সম্পর্কের কথা জানাবেন তিনি।

উল্লেখ্য, নিজের অভিনয় ও পরিশ্রম দিয়ে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহির। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এক যুগেরও বেশি সময়ের দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রহস্যময় স্ট্যাটাস মাহিয়া মাহির

আপডেট: ০২:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ছবি : সংগৃহীত

গত এক বছর মিডিয়াতে তেমন সরব ছিলেন না। ২০২৪ সালের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের। পুরো মিডিয়া থেকে দূরে ছিলেন ছেলেকে নিয়ে।

এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

দেখা গেছে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকতে চান মাহি। এদিকে মাহির এ স্ট্যাটাস দেওয়ার পর তা নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।

অবশ্য মাহিয়া মাহি বরাবরই সম্পর্ক ভাঙা-গড়া কিংবা বিচ্ছেদ নিয়ে কখনো কোনো রাখঢাক রাখেন না। প্রেমে পড়লে কিংবা সম্পর্কের বিচ্ছেদ হলে নিজেই তা জানান দেন। এখন অপেক্ষা, কবে নতুন সম্পর্কের কথা জানাবেন তিনি।

উল্লেখ্য, নিজের অভিনয় ও পরিশ্রম দিয়ে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহির। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এক যুগেরও বেশি সময়ের দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী।

শেয়ার করুন