রাজধানীতে পুলিশের টহল জোরদার করার নির্দেশ

- আপডেট: ০১:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 13
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৫ম সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি :সংগৃহীত
রাজধানীতে ছিনতাই রোধে পুলিশের টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে গভীর রাতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এ অবস্থায় শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ছিনতাইসহ অন্যান্য অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ব ইজতেমা, বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় সারা দেশে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম জোরদার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।