০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ভেঙে দেওয়া হয়েছে কুয়েতের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / 16

সংগৃহীত ছবি

কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মিশেল আল-আহমদ আল-সাবাহ। শুক্রবার (১০ মে) পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন এই আমির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এ ছাড়া আমির কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে উপসাগরীয় এই দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।

বিস্তারিত কিছু জানিয়ে তিনি বলেন, চার বছরের জন্য সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত করা হয়েছে।

৮৩ বছর বয়সী আমির আরও বলেন, গত কয়েক বছর ধরেই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কুয়েত। দেশের স্তরে স্তরে দুর্নীতি ছেয়ে গেছে। নিরাপত্তা ও অর্থনৈতিক খাত থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত এখন দুর্নীতিতে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, এই অবস্থায় খুব সমস্যা হচ্ছে। সব কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি আর মেনে নেওয়া যাচ্ছে না। তাছাড়া ন্যাশনাল অ্যাসেম্বলি ও মন্ত্রিপরিষদের মধ্যে বারবার বিবাদের কারণে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

এপ্রিলে শেখ মিশালের অধীনে প্রথম নির্বাচন হয়েছে। শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর গত ডিসেম্বরে ক্ষমতায় আসেন তিনি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ভেঙে দেওয়া হয়েছে কুয়েতের পার্লামেন্ট

আপডেট: ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

সংগৃহীত ছবি

কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মিশেল আল-আহমদ আল-সাবাহ। শুক্রবার (১০ মে) পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন এই আমির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এ ছাড়া আমির কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে উপসাগরীয় এই দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।

বিস্তারিত কিছু জানিয়ে তিনি বলেন, চার বছরের জন্য সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত করা হয়েছে।

৮৩ বছর বয়সী আমির আরও বলেন, গত কয়েক বছর ধরেই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কুয়েত। দেশের স্তরে স্তরে দুর্নীতি ছেয়ে গেছে। নিরাপত্তা ও অর্থনৈতিক খাত থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত এখন দুর্নীতিতে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, এই অবস্থায় খুব সমস্যা হচ্ছে। সব কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি আর মেনে নেওয়া যাচ্ছে না। তাছাড়া ন্যাশনাল অ্যাসেম্বলি ও মন্ত্রিপরিষদের মধ্যে বারবার বিবাদের কারণে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

এপ্রিলে শেখ মিশালের অধীনে প্রথম নির্বাচন হয়েছে। শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর গত ডিসেম্বরে ক্ষমতায় আসেন তিনি।

শেয়ার করুন