০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রাজু ভাস্কর্যে আন্দোলনকারীরা

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০১:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 28

রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: আব্দুর রহমান / ইউএনএ 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলকারীদের রুখতে শাহবাগসহ আশপাশের সড়কে জলকামান গাড়িসহ বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। কোটা আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুয়ায়ী সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের রাজাকার বলে আখ্যায়িত করেছে। তার বক্তব্য প্রত্যাহারের প্রতিবাদে ও সরকারি চাকরিতে কেটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলবে। দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ঢাবির বিভিন্ন হল ও সড়ক পরিদর্শন করবে।

এদিকে কোটা আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন বলেন, ‘আজ আমাদের আন্দোলন শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে। সেইসঙ্গে অতিদ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাস করতে হবে।

এদিকে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে রাজু ভাস্কর্যের সমাবেশে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের স্লোগান দিতে থাকে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজু ভাস্কর্যে আন্দোলনকারীরা

আপডেট: ০১:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: আব্দুর রহমান / ইউএনএ 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলকারীদের রুখতে শাহবাগসহ আশপাশের সড়কে জলকামান গাড়িসহ বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। কোটা আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুয়ায়ী সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের রাজাকার বলে আখ্যায়িত করেছে। তার বক্তব্য প্রত্যাহারের প্রতিবাদে ও সরকারি চাকরিতে কেটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলবে। দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ঢাবির বিভিন্ন হল ও সড়ক পরিদর্শন করবে।

এদিকে কোটা আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন বলেন, ‘আজ আমাদের আন্দোলন শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে। সেইসঙ্গে অতিদ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাস করতে হবে।

এদিকে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে রাজু ভাস্কর্যের সমাবেশে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের স্লোগান দিতে থাকে।

 

শেয়ার করুন