০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
রাশেদ খান মেনন আটক

ইউএনএ ডেস্ক
- আপডেট: ০৮:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / 12
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তবে, রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে– ডিবির পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।